Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 8 Geography Part 7 2021 October |মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৮ ভূগোল পার্ট ৭ অক্টোবর ২০২১

Model Activity Task Class 8 Geography Part 7 2021 October |মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৮ ভূগোল পার্ট ৭ অক্টোবর ২০২১


Model Activity Task Class 8 Geography Part 7 2021 October |মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৮ ভূগোল পার্ট ৭ অক্টোবর ২০২১

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :

১.১ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলাে:- 

ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

উত্তর:- গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলাে:- 

ক) সিরােকিউমুলাস

খ) অল্টোকিউমুলাস

গ) স্ট্যাটাস

ঘ) কিউমুলােনিম্বাস।

উত্তর:- ঘ) কিউমুলােনিম্বাস।

১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করাে -

ক) মেক্সিকো – ২৩° উত্তর অক্ষরেখার বিস্তৃতি

খ) গ্রান্ড ক্যানিয়ন কলােরাডাে নদীর প্রবল পাশ্বক্ষয়

গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল — শীতকালীন বৃষ্টিপাত

ঘ) কানাডার কাষ্ঠ শিল্প – ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য

উত্তর:- গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল — শীতকালীন বৃষ্টিপাত

১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলাে:- 

ক) ভেনিজুয়েলা

খ) গায়না

গ) উরুগুয়ে

ঘ) সুরিনাম

উত্তর:- গ) উরুগুয়ে

২. স্তম্ভ মেলাও :

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

২.১ স্থানীয় বায়ু

i) টিটিকাকা

২.২ বেশি উচ্চতার মেঘ

ii) চিনুক

২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ

iii) এস্টেনশিয়া

২.৪ পশুচারণভূমি

iv) সিরাস

উত্তর:- 

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

২.১ স্থানীয় বায়ু

ii) চিনুক

২.২ বেশি উচ্চতার মেঘ

iv) সিরাস

২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ

i) টিটিকাকা

২.৪ পশুচারণভূমি

iii) এস্টেনশিয়া


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করাে।

উত্তর:- মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ হল:- 

i) দুই মেরু অঞ্চল প্রায় সারাবছর বরফে ঢাকা থাকায় উয়তা হিমাঙ্কের নীচে থাকে। তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী।

ii) এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে।

iii) পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে।

৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর:- দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য:- 

i) দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল।

ii) নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী।

iii) অধিকাংশ নদীই আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

iv) ওরিনােকো নদী ছাড়া অন্য কোনাে নদীর মােহনায় ব-দ্বীপ সৃষ্টি হয়নি।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ‘প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা’ – বক্তব্যটির যথার্থতা বিচার করাে।

উত্তর:- কোনাে অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ঐ নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে। একে বলে ঘূর্ণবাত।উত্তর গােলার্ধে এই বায়ু ঘড়ির কাটার বিপরীতে এবং দক্ষিণ গােলার্ধে এই বায়ু ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয়।কোনাে অঞ্চলে বায়ুর উষ্ণতা হটাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। একে বলে প্রতীপ ঘূর্ণবাত। উত্তর গােলার্ধে এই বায়ু ঘড়ির কাটার দিকে এবং দক্ষিণ গােলার্ধে এই বায়ু ঘড়ির কাটার বিপরীতে প্রবাহিত হয়।

সুতরাং বলা যায় প্রতীপ ঘূর্ণবাত হলাে ঘূর্ণবাতের বিপরীত অবস্থা।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৫.১ ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ’ – ভৌগােলিক কারণগুলি ব্যাখ্যা করাে।

উত্তর :সমগ্র পৃথিবীর মধ্যে সেরা কৃষিসমৃদ্ধ অঞ্চল হলাে হ্রদ অঞ্চলাকৃষিতে এই অঞ্চলের উন্নতির কারণগুলাে হল-

(i) সমতল জমি: হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ হয়। সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্যে অত্যন্ত উপযােগী।

(ii)শস্যাবর্তন : শস্যাবর্তন পদ্ধতিতে চাষের ফলে সারাবছর ধরে ফসল উৎপন্ন হয়।

(iii)উর্বর মৃত্তিকা :এই অঞ্চলের উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়।

(iv)চাষযােগ্য জমির পরিমাণ বেশি: হ্রদ অঞ্চলে চাষযােগ্য জমির পরিমাণ বেশি। ফলে বিভিন্ন ফসলের চাষ হয়।

(v) পরিমিতি বৃষ্টিপাত ও উন্নতা: নাতিশীতােয় জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত এবং উয়তার জন্যে কৃষিকাজে উন্নত।

(vi) ঘনবসতি: অঞ্চলটি ঘনবসতিপূর্ণভাই শ্রমিকের যেমন অভাব হয় না; তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে।

(vii) জলসেচ : হ্রদগুলাের স্বাদু জল সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে সেচের জলের অভাব হয়।

(viii)উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি : এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদনের হার বেশি হয়।


Click here√Model Activity Task class 8 Bengali (Part 7)

Click here√Model Activity Task class 8 English (Part 7)

Click here√Model Activity Task class 8 Environment Science (Part 7)

Click here√Model Activity Task class 8 Health and Physical education (Part 7)

Click here√Model Activity Task class 8 History (Part 7)

Click here√Model Activity Task class 8 Geography (Part 7)

Post a Comment

Previous Post Next Post