Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

76th Independence Day a short poem | | 76th Indian Independence day speech in Bengali

 ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি  কবিতা

আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের এই বাংলা উৎকর্ষ ব্লগে, আমরা প্রতিনিয়ত এখানে আপডেট নিউজ প্রদান করে থাকি। আমরা প্রত্যেকে অবগত যে আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত বিপ্লবী নেতাদের প্রাণ বলিদান দিতে হয়েছে । সেসব বিপ্লবী নেতাদের রক্তে রাঙা আমাদের এই ভারতবর্ষ । সামনে ১৫ ই আগস্ট আমাদের স্বাধীনতার দিবস। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমরা প্রথম স্বাধীনতা অর্জন করে থাকি। স্বাধীনতার এই মহৎ উৎসবে, আমাদের বীর যোদ্ধাকে আমরা ভুলে যাব, তা কি করে হয়?

চতুর্থ ক্লাসে এক মেধাবী ছাত্রী বর্তমানে উদ্বাস্তু প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে , যেটি নদিয়া জেলায় অবস্থিত । সে নেতাজির সম্পর্কে একটি কবিতা লিখেছে। আশা করি আপনারা কবিতাটি পড়বেন এবং এই মেধাবী ছাত্রীকে আরো উৎসাহিত করবেন আরো ভালো লিখতে।
76th Independence Day a short poem | | 76th Indian Independence day speech in Bengali


আমার প্রিয় নেতাজি

সায়ন্তিকা দাস

দেশ বাঁচাতে এসেছে তিনি
সুভাষচন্দ্র তাঁর নাম।

দেশ বাঁচালো এমন ভাবে
যেনো ভগবান ।

আপনাকে আমরা শ্রদ্ধা করি
ইংরেজরা হিংসা।

আজীবন আপনি আমাদের মনে বেঁচে থাকবেন
একটি মাত্র আশা।

হে শ্রীমান নেতাজি আপনাকে
কোটি কোটি প্রণাম।

আপনি আমাদের ভারত মাকে
দিয়েছেন স্বাধীনতার সম্মান।


ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তিতা = Click Here

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা = Click Here

Post a Comment

Previous Post Next Post