৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা
আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের এই বাংলা উৎকর্ষ ব্লগে, আমরা প্রতিনিয়ত এখানে আপডেট নিউজ প্রদান করে থাকি। আমরা প্রত্যেকে অবগত যে আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত বিপ্লবী নেতাদের প্রাণ বলিদান দিতে হয়েছে । সেসব বিপ্লবী নেতাদের রক্তে রাঙা আমাদের এই ভারতবর্ষ । সামনে ১৫ ই আগস্ট আমাদের স্বাধীনতার দিবস। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমরা প্রথম স্বাধীনতা অর্জন করে থাকি। স্বাধীনতার এই মহৎ উৎসবে, আমাদের বীর যোদ্ধাকে আমরা ভুলে যাব, তা কি করে হয়?
আমার প্রিয় নেতাজি
সায়ন্তিকা দাস
দেশ বাঁচাতে এসেছে তিনি
সুভাষচন্দ্র তাঁর নাম।
দেশ বাঁচালো এমন ভাবে
যেনো ভগবান ।
আপনাকে আমরা শ্রদ্ধা করি
ইংরেজরা হিংসা।
আজীবন আপনি আমাদের মনে বেঁচে থাকবেন
একটি মাত্র আশা।
হে শ্রীমান নেতাজি আপনাকে
কোটি কোটি প্রণাম।
আপনি আমাদের ভারত মাকে
দিয়েছেন স্বাধীনতার সম্মান।
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তিতা = Click Here
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা = Click Here
Tags
Suggestion