প্রথমে জানাই স্বাধীনতা দিবসে আমার প্রত্যেক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমার একটি সংক্ষিপ্ত বক্তব্য এই ওয়েবসাইটে দিলাম।
৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা Click Here
১৯৪৭ সালের ১৫ আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তিযোদ্ধারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং যারা তাদের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের স্বাধীনতার জন্য কঠোর সংগ্রাম করেছিলেন। তাদের এই কঠোর সংগ্রামের ফল আজ আমরা স্বাধীন।
স্বাধীন ভারতের সুশিক্ষিত এবং দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের কর্তব্য এই স্বাধীনতা রক্ষা করা। তবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ আমরা সবাই স্বাধীন হলেও নারীরা আজও পরাধীন। তারা তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজের স্বাধীনতা পায় না। পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ন স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকেই। তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে। আর এই ভাবেই আমরা আমাদের নিজেদের দেশকে সর্বসমকাক্ষিক প্রথম স্থানে নিয়ে যেতে পারবো। আজ থেকেই তার শুরু হোক।
আজকে স্বাধীনতা উপলক্ষে আমার ওয়েবসাটে ভিউয়ার্সদের একটি কবিতা উপহার রইলো।
মাগো আমার আর ভাল্লাগেনা
আর এই বদ্ধ ঘরে থাকতে
আমি তো নারী ! তাই তো তুমি
বেধে রেখেছো এই বদ্ধ ঘরের একটি কোণে।
আমাদের দেশ স্বাধীন হয়েছে,
৭৫ বছর পেরিয়ে এলো
তাও কেন মা তুমি আমায় বেধে রাখো
এই বদ্ধ ঘরের একটি কোণে
দেখতে দাও এই জগৎটাকে দুই চক্ষু ভরে।
জীবনটা তো একটি, দাওনা মা আমায়
উড়তে তুমি দুই ডানা মেলে
আমি নারী বলে কি?
তুমি আমায় করছো
এত অবহেলা।।
পরের জন্মে,জন্ম নেব ছেলে হয়ে
দেখবো এই জগৎটাকে মন প্রাণ ভরে ।।
রিলেটেড আর্টিকেল :-
Independence Day Poem in Bengali 2020|৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা। নেতাজি উপলক্ষে কবিতা
Independence Day Short Speech In Bengali
Independence Day
15th August Independence Day
26 January republic Day
Independence Day Poems
Freedom Fighter Story
Indian Flag Download
Subhash Chandra Bose
Gandhiji
Women freedom fighter of India
স্বদেশ আমার জন্মভূমি আমি স্বদেশ ভালোবাসি বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই জন্মভূমি