আজ আমরা "লাল সিং চাড্ডা মুভির কথা বলবো" লাল সিং চাড্ডা মুভিতে সেই লাল সিং এর কথা বলা হয়েছে তিনি আসলে কে ছিলেন? লাল সিং চাড্ডা সঙ্গে রুপা গারমেন্টের সম্পর্ক কি? রুপা গার্মেন্টের স্টোরি কি সত্য? আরো জানাবো আমির খানের চরিত্র লাল সিং চাড্ডা মুভিতে কি একদম ঠিক ছিল?
আমরা প্রত্যেকে জানি আমির খান চার বছর পর পর একটি নতুন হিট মুভি রিলিজ করেন। এবারও তিনি ব্যতিক্রম করেননি। ২০২২ সালে ১১ ই আগস্ট তিনি একটা অন্যতম মুভি রিলিজ করেছেন। মুভির প্রথম দৃশ্যে দেখানো গিয়েছে যে পাঠানকোট থেকে চন্ডিগড় যাওয়ার ট্রেনে তিনি হরফে লাল সিং চাড্ডা, তার জীবনের সমস্ত গল্প শোনাচ্ছেন। ১৯৯৪ সালের রিলিজ করা কালজয়ী সিনেমা ফরেস্ট গামের অফিসিয়াল রিমেক করা এই ছবি।
এই ছবিটি নিয়ে মানুষের মনে একাধিক বিতর্ক শুরু হয়েছে আজ সেইগুলি জানবো সেই বিতর্কের কারণ গুলি, আর জানবো এই মুভিটি কেনো দেখবো আমাদের কি দেখা উচিত এই মুভি টি।
আমির খান একজন জনপ্রিয় অভিনেতা একজন দক্ষ অভিনেতা তাকে বলায় বাহুল্য। তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেন। তিনি আমাদের পরপর বহু হিট মুভি দিয়েছেন তার মধ্যে অন্যতম ছিলেন তারে জামিন পর, থ্রি ইডিয়ট, দাঙ্গাল, পিকে আরো অন্যান্য মুভি । এই মুভিগুলো করে তিনি আমাদের সকলের মনিকোঠরে জায়গা করে নিয়েছে। বহু অর্থ উপার্জন করে দিয়েছে আমাদের বলিউড বক্স অফিসে। কিন্তু কিছু কিছু মুভিতে তার দেখানো দৃশ্য গুলো খুবই বিতর্ক সাপেক্ষ।
লাল সিং চাড্ডা মুভিতে যেই লাল সিং এর কথা বলা হয়েছে তিনি আসলে হলেন : লাল সিং চাড্ডা মুভিতে পুরোটাই রিমিক করা। মুভিতে যে মূল চরিত্রে ছিলেন তিনি হলেন Tom Hanks । টম হক্স এর অভিনীত এই চরিত্রটি আমির খান খুবই দুর্দান্ত করেছেন। এই মুভিটা কোন আসল সত্য ঘটনা নিয়ে অবলম্বন নয় কেবলমাত্র মানুষের মনোরঞ্জন এবং একটা মুভির মতন করে তৈরি করা হয়েছে।
লাল সিং চাড্ডা সঙ্গে রুপা গারমেন্টের সম্পর্ক হল : লাল সিং চাড্ডা মুভি তে রুপা গার্মেন্ট আন্ডারওয়্যারের কথা বারবার প্রদর্শন করা হয়েছে।আসলে এই রুপা গার্মেন্ট এর ফাউন্ডার কে ? এই রুপা গার্মেন্টে আসল ফাউন্ডার হলেন P R Agarwala (chairman) G P Agarwala (vice chairman) K B Agarwala (managing director) এই মুভিতে রূপা গার্মেন্টে প্রমোশনের জন্য বার বার রুপা গার্মেন্টের কথা উল্লেখ করা হয়েছে। একমাত্র মনোরঞ্জনের জন্যই এই কথা বলা হয়েছে।
লাল সিং চাড্ডা মুভিতে আমির খানের চরিত্র কি উপযুক্ত ছিল?
লাল সিং চাড্ডা মুভিতে আমির খানের চরিত্র দর্শকদের মতে কিছুটা ঠিক কিছুটা অপছন্দের ছিল। আমির খান তার মুভিতে একটা দৃশ্যতে দেখিয়েছে হিন্দু মুসলিম সবে ভাই ভাই তার মধ্যে কোন হিংসা-বিদ্বেষ ছিল না তার একমাত্র কারণ তার মা। অপরদিকে এই মুভিতে আরেকটা দৃশ্যতে দেখানো হয়েছিল লাল সিং যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে পরক্ষণে তিনি পাঁচ সৈনিকদের প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি কেবলমাত্র তার বন্ধুর জন্যই সেই যুদ্ধ ময়দানে ফিরে গিয়েছিলেন । একজন সৈনিকের মূল কর্তব্য তার দেশকে বাঁচানো তারপর অন্য কিছু, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া নয়।
লাল সিং চাড্ডা মুভিটা দেখা কি উচিত : লাল সিং চাড্ডা মুভিটা দেখা উচিত বলে আমার মনে হয় কারণ অনেক শিক্ষা মূলক দৃশ্য এই মুভিতে লুকিয়ে রয়েছে।
এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটকে অনুসরণ করতে ভুলবেন না।