Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

২০০০ টাকার নোট বাতিল করা হলো কেন ,আসুন জেনেনিন

২০০০ টাকার নোট বাতিল করা হলো কেন ,আসুন জেনেনিন


ইতিমধ্যে সবচেয়ে বড় খবর ২০০০ টাকার নোট কেন্দ্র সরকার ছাপানো বন্ধ করে দিল । কেন আর দু হাজার টাকা নোট ছাপানো হবে না? এর উত্তর পেয়ে যাবেন আমাদের এই ব্লগে সঙ্গে থাকুন বাংলা উৎকর্ষ ব্লগে ।


২০০০ টাকার নোট কেন RBI ছাপানো বন্ধ করে দিল? কেন আর ছাপাবে না দু হাজার টাকার নোট ? নতুন করে ব্যাংক আর ২০০০ টাকার নোট দেবে না,দু হাজার টাকার নোট থাকলেই জমা করে দিতে হবে ব্যাংকে।

২০০০ টাকার নোট থাকলে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত তা বৈধ থাকবে। ৩০শে সেপ্টেম্বর এর আগে পর্যন্ত সেই টাকা দিয়ে বেচাকেনা ও অন্যান্য কাজ করা যেতে পারে। কিন্তু ৩০শে সেপ্টেম্বরের পরে সেই টাকা আর বৈধ থাকবে না। আর চালানো যাবে না ২০০০ টাকার নোট । কারণ নতুন করে আর ২০০০ টাকা নোট ছাপানো হবেনা।

২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করার মূল কারণ হলো । বাজারে যে বিপুল পরিমাণে মুদ্রাস্ফীতি ঘটছে তা রোধ করার জন্য ২ হাজার টাকার নোট বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। RBI আর ২০০০ টাকার নোট ছাপাবে না। এবং ঘটনাচক্রে আপনাদের মনে থাকবে বিভিন্ন জায়গায় যেখানে থেকে টাকা উদ্ধার হয় যেখান থেকে নোট উদ্ধার হয় যেখানে থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়। আপনারা মনে করে দেখবেন সবটাই কিন্তু দু হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। শুধু তাই নয় ব্যাংকে এবং ATM গেলে প্রায় আর ২ হাজার টাকার নোট চট করে বেরোয় না। সেই থেকে মনে করা হয় মুদ্রাস্ফীতির একটি বড় কারণ হতে পারে 2000 হাজার টাকার নোট।

আরও পড়ুন : WBP & KP Mock Test

অতিরিক্ত প্যানিক বা সমস্যা হওয়ার কারণ নয় শুধুমাত্র দু হাজার টাকার নোট আর বি আই ছাপানো বন্ধ করে দিচ্ছে। অনেক সময় রয়েছে সামনে এটা সবেমাত্র মে মাস ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত যদি কারো কাছে ২০০০ টাকার নোট থেকে থাকে , এটা সাধারণ মানুষের কাছে প্রায় নেই বলা চলে কারণ দু হাজার টাকার নোট পাওয়া যায় না মার্কেটে। সমস্ত ২০০০ টাকার নোট একটা শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত রয়েছে। আমরা দেখেছি যেখানে দুর্নীতি টাকা বাজার তো হচ্ছে সেখানে দু হাজার টাকার নোট এবং সেই টাকা কিন্তু আর ছাপছে না আর RBI এরপর থেকে এটিএমে গেলে আর দু হাজার টাকার নোট বেরিয়ে আসবে না।

যারা কালো টাকার কারবার করেন তাদের চিন্তার বিষয় ২০০০ টাকা নোট তারা আর জমিয়ে রাখতে পারবে না ব্যাংকে জমা দিতে হবে। ২০০০ টাকার নোট বন্ধের ফলে কিছু লোক বলছেন যে কালোবাজারি বন্ধ হবে। মুদ্রাস্ফীতি রোধ হবে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


Post a Comment

Previous Post Next Post