Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task 2021 Class 6 History Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট 6 সেপ্টেম্বর

Model Activity Task 2021 Class 6 History Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট 6 সেপ্টেম্বর

Model Activity Task 2021 Class 6 History Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট 6 সেপ্টেম্বর


১. শূন্যস্থান পূরণ করাে :

(ক) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতাে____________।

উত্তর:-  তীর্থঙ্কর

(খ) আজীবিক গােষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন_______________।

উত্তর:- মংখলিপুত্ত গোসাল

(গ) সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল___________ বৌদ্ধ সংগীতির সময়।

উত্তর:- প্রথম

২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে :

(ক) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ।

উত্তর:- মিথ্যা

(খ) ভরত গােষ্ঠীর রাজা ছিলেন সুদাস।

উত্তর:- সত্য

(গ) প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর বােধি বা জ্ঞান লাভ করেন।

উত্তর:- মিথ্যা

৩. একটি বা দুটি বাক্যে লেখাে :

(ক) মেগালিথ কী?

উত্তর:- মেগালিথ হচ্ছে বড়াে পাথরের সমাধি। প্রাচীন ভারতে বিভিন্ন অঞ্চলের জনগােষ্ঠী বড়াে বড়াে পাথর দিয়ে তাদের পরিবারের মৃতদেহ চিহ্নিত করত।

(খ) জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী?

উত্তর:- ধর্ম প্রচারের জন্য ব্যবহূত জাতকের গল্পে মানুষের পাশাপাশি পশু পাখিরাও চরিত্র হয়ে উঠেছে। এক একটি গল্পে গৌতম বুদ্ধের আগের এক একটি জন্মের কথা ও একটি করে উপদেশ রয়েছে।

৪. নিজের ভাষায় লেখাে (৩-৪টি বাক্যে) :

(ক) নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল?

উত্তর:- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। পশু বলি,বণভাগ, ধর্মের বহুল আচার সর্বস্বতা,সমুদ্রযাত্রা নিষিদ্ধ, সুদে টাকা খাটানাে নিন্দনীয় প্রভৃতি বিষয়গুলি কারণে বৈদিক ধর্ম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। সমস্ত শ্রেনীর মানুষ নতুন ধর্মের দিকে ঝুঁকতে আরম্ভ করেছিল যা হবে সহজ-সরল ও তাদের জীবন জীবীকার পক্ষে সহায়ক।

Click here√Model Activity Task class 7 Bengali (Part 6)

Click here√Model Activity Task class 7 English (Part 6)

Click here√Model Activity Task class 7 Environment Science (Part 6)

Click here√Model Activity Task class 7 Health and Physical education

Click here√Model Activity Task class 4 Geography (Part 6)

Post a Comment

Previous Post Next Post