Model Activity Task 2021 Class 6 Geography Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ভূগোল পার্ট 6 সেপ্টেম্বর
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ উত্তর আমেরিকা ও ইউরােপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলাে –
ক) প্রশান্ত মহাসাগরখ) আটলান্টিক মহাসাগর
গ) ভারত মহাসাগর।
ঘ) সুমেরু মহাসাগর
উত্তর:- খ) আটলান্টিক মহাসাগর
১.২ পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি -
ক) উষ্ণ-আর্দ্রখ) শীতল-আর্দ্র
গ) শীতল-শুষ্ক
ঘ) উষ্ণ-শুষ্ক
উত্তর:- ক) উষ্ণ-আর্দ্র
১.৩ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলাে –
ক) কাবেরীখ) গােদাবরী
গ) নর্মদা
ঘ) মহানদী
উত্তর:- গ) নর্মদা
২. স্তম্ভ মেলাও :
উত্তর:-
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বিকিরণ পদ্ধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়?
উত্তর:- যে পদ্ধতিতে তাপ কোনাে জড় মাধ্যমের সাহায্য ছাড়া বা জড় মাধ্যমের সাহায্য নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়তাকে বলে বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে আগত সূর্য কিরণ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠ কে উত্তপ্ত করে। উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যখন সেই তাপ বিকীর্ণ হয় তখন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এভাবে বিকিরণ পদ্ধতিতে বায়ুমন্ডল উত্তপ্ত হয়।
৩.২ বিশ্ব উয়ায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে?
উত্তর:- পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকেই বলে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশের বরফ ক্রমশ গলে যাচ্ছে।ফলে মহাদেশের আয়তন হ্রাস পাচ্ছে এবং বরফগলে যাওয়ার কারনে সমুদ্রের জলস্তরের উচ্চতা ক্রমশ বাড়ছে এবং ওই অঞ্চলের প্রাণী যেমন-- সিল, পেঙ্গুইন প্রভৃতির সংখ্যা দিন দিন কমছে।নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং সমুদ্রে জলস্তরের বৃদ্ধির কারণে ভবিষ্যতে অনেক অঞ্চল জলে নিমজ্জিত হবে।৪. অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়ােজন বলে তুমি মনে করাে ?
উত্তর:-অরণ্য আমাদের বন্ধু। নিম্নলিখিত বিভিন্ন কারণে অরণ্য সংরক্ষণ করা প্রয়ােজন-১. অরণ্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শােষণ করে ও অক্সিজেন যােগান বজায় রাখে।
২. অরণ্য মৃত্তিকার ক্ষয় প্রতিরােধ করে।
৩. বন্যা ও খরা রােধ করে।
৪. বৃষ্টিপাত ঘটাতেও অরণ্যের ভূমিকা আছে।
৫. অরণ্য থেকে আমরা খাদ্য ও শিল্পের কাঁচামাল পেয়ে থাকি।
৬. বিভিন্ন অরণ্য পর্যটকদের আকৃষ্ট করে।
৭ অরণ্য বহু জীবজন্তুর বাসস্থান।
৮. অরণ্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।
৯. অরণ্য না থাকলে পৃথিবীর অস্তিত্বই বিপন্ন হবে।
Click here√Model Activity Task class 7 Bengali (Part 6)
Click here√Model Activity Task class 7 English (Part 6)
Click here√Model Activity Task class 7 Environment Science (Part 6)
Click here√Model Activity Task class 7 Health and Physical education
Click here√Model Activity Task class 7 History (Part 6)
Tags
Class 6 Part 6