মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 স্বাস্থ্য ও শরীরশিক্ষা পার্ট 5 (Model Activity Task 2021 Class-6 Health & physical Education Part-5 2nd Series)
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে –
(ক) সু-অভ্যাস গড়ে তােলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার ?
(১) স্কুলের শাসন
(২) রোগভোগ
(৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(3) অভিভাবকের শাসন
(খ) একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটিল পরিমাণ জল পান করতে হবে?
(৯) ১ লিটার
(২) ২.৫ - ৩ লিটার
(৩) ৩ - ৫ লিটার
(৪) ৪ - ৫
(গ) স্বাস্থ্য কী?
(১) কেবলমাত্র শারীরিক সুস্থতা
(২) কেবলমাত্র মানসিক সুস্থতা
(৩) কেবলমাত্র সামাজিক সুস্থতা
(৪) পরিপূর্ণ জীবনের উপযােগী শারীরিক, মানসিক ও সামাজিক সুন্দর সময়।
(ঘ) মাস্ক ব্যবহারের সুফল কী?
(১) খাস-প্রশ্বাসের মাধ্যমে রােগ সংক্রামিত হতে পাবেন না ।
(২) রােগীর দেহ থেকে রােগ ছড়ায় না
(৩) শ্বাস-প্রশ্বাস ড্রেপলটের মাধ্যমে ছড়ায় না।
(৪) করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণের হাত থেকে বাঁচতে পারে।
(ঙ) করােনায় _____________ রােগ।
(১) ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ ।
(২) অসংক্রমণ রােগ
(৩) বংশগত রোগ
(৪) মশাবাহিত রােগ
উত্তরগুলো হল :
(ক) (৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(খ) (২) ২.৫ - ৩ লিটার
(গ) ৪) পরিপূর্ণ জীবনের উপযােগী শারীরিক, মানসিক ও সামাজিক সুন্দর সময়।
(ঘ) (৩) শ্বাস-প্রশ্বাস ড্রেপলটের মাধ্যমে ছড়ায় না।
(ঙ) (১) ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ ।
২। সারণির মধ্যে সমতা বিধান করো :
বামদিক | ডানদিক |
(ক) হৃদরোগ | (i) জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট |
(খ) আন্ত্রিক | (ii) শরীরচর্চার অভাব গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি |
(গ) কোভিড ১৯ | (iii) জলবাহিত রোগ |
(ঘ) অসংক্রামক রোগের কারণ | (iv) অসংক্রামক রোগ |
উত্তর :- (ক)=(iv) ,(খ)=(iii),(গ)=(i),(ঘ)=(ii).
৩। নিজের মতাে করে লেখো।
(ক) নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি দেখে।
উত্তর:- নিম্নলিখিতভাবে করােনা ভাইরাসের লক্ষণ গুলি আলােচনা করা হল
a) শ্বাসকষ্ট ছাড়াও জ্বর, কাশি ও মাথা ব্যাথা এই রােগের প্রধান লক্ষণ।
b) সাধারণ শুস্ক কাশি ও জ্বরের মাধ্যমে শুরু হয় উপসর্গ।
c)আক্রান্ত ব্যক্তির বুকে ব্যাথা বা বুকে চাপ ও অনুভব হয়।
d)ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যায়।
e)স্বাদ বা গন্ধ না পাওয়া।
f) আক্রান্ত ব্যক্তি কথা বলার বা হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলে।
(খ) নভেল করোনা ভাইরাস রােগ প্রতিরােধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উত্তর:- আমাদের যা করনীয়:
a) আমাদের সবার হাত প্রায়শই পরিষ্কার করতে হবে। সাবান এবং জল বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ দিয়ে।
b)কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
c)দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক ব্যবহার করতেই হবে।
d) চোখ, নাক বা মুখ স্পর্শ না করে কাশি বা হাঁচির সময় নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু
দিয়ে কভার করে রাখতে হবে।
e) অসুস্থ বােধ করলে বাড়িতে থাকতে হবে।
f) জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
g) এছাড়াও সংবাদপত্র ও প্রচার গাড়ির মাধ্যমে সবাইকে করােনা ভাইরাসের ক্ষতিকারক প্রভাব
সম্পর্কে জানতে হবে।
Great
ReplyDelete