মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 স্বাস্থ্য ও শরীরশিক্ষা পার্ট 5 (Model Activity Task 2021 Class-6 Health & physical Education Part-5 2nd Series)
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে –
(ক) সু-অভ্যাস গড়ে তােলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার ?
(১) স্কুলের শাসন
(২) রোগভোগ
(৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(3) অভিভাবকের শাসন
(খ) একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটিল পরিমাণ জল পান করতে হবে?
(৯) ১ লিটার
(২) ২.৫ - ৩ লিটার
(৩) ৩ - ৫ লিটার
(৪) ৪ - ৫
(গ) স্বাস্থ্য কী?
(১) কেবলমাত্র শারীরিক সুস্থতা
(২) কেবলমাত্র মানসিক সুস্থতা
(৩) কেবলমাত্র সামাজিক সুস্থতা
(৪) পরিপূর্ণ জীবনের উপযােগী শারীরিক, মানসিক ও সামাজিক সুন্দর সময়।
(ঘ) মাস্ক ব্যবহারের সুফল কী?
(১) খাস-প্রশ্বাসের মাধ্যমে রােগ সংক্রামিত হতে পাবেন না ।
(২) রােগীর দেহ থেকে রােগ ছড়ায় না
(৩) শ্বাস-প্রশ্বাস ড্রেপলটের মাধ্যমে ছড়ায় না।
(৪) করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণের হাত থেকে বাঁচতে পারে।
(ঙ) করােনায় _____________ রােগ।
(১) ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ ।
(২) অসংক্রমণ রােগ
(৩) বংশগত রোগ
(৪) মশাবাহিত রােগ
উত্তরগুলো হল :
(ক) (৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(খ) (২) ২.৫ - ৩ লিটার
(গ) ৪) পরিপূর্ণ জীবনের উপযােগী শারীরিক, মানসিক ও সামাজিক সুন্দর সময়।
(ঘ) (৩) শ্বাস-প্রশ্বাস ড্রেপলটের মাধ্যমে ছড়ায় না।
(ঙ) (১) ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ ।
Great
ReplyDelete