Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Morning School of West Bengal | মর্নিং ইস্কুলের প্রস্তাবনা দিল স্কুল শিক্ষা দপ্তর | কোন কোন ক্লাসের জন্য | কবে থেকে

Morning School of West Bengal | মর্নিং ইস্কুলের প্রস্তাবনা দিল স্কুল শিক্ষা দপ্তর | কোন কোন ক্লাসের জন্য | কবে থেকে শুরু হবে


Morning School of West Bengal | মর্নিং ইস্কুলের প্রস্তাবনা দিল স্কুল শিক্ষা দপ্তর | কোন কোন ক্লাসের জন্য | কবে থেকে

সবাইকে আরও একবার আমাদের ব্লগে স্বাগতম আজ আমরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ন News নিয়ে এসেছি বিশেষ করে যেসব ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করছে।

Government of West Bengal directorate of a school education Vikas bhavan এর তরফ থেকে 25/04/2022 তারিখে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ,Memo No. CSE /029/2022 . আমাদের রাজ্যের যেসব ডি DI (District inspector of school) স্কুল গুলি রয়েছে প্রত্যেকের জন্য এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এক নজরে দেখেনিন এই নোটিফিকেশন টা কি কি বলা হয়েছে।

যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধুমাত্র পাহাড়ি এলাকা গুলো কে বাদ দিয়ে।

এই পরিস্থিতিতে মাথায় রেখে কিছু আঞ্চলিক পদক্ষেপ নিতে বলা হয়েছে DI of school PE/SE .উক্ত পদক্ষেপে বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য কথা মাথায় রেখে তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য মর্নিং স্কুল শুরু করতে পরামর্শ দিয়েছেন ,যদি সেটা সম্ভব না হয় তাহলে লোকাল হেলথ অফিশিয়াল আছে তাদের সাথে পরামর্শ নিতে হবে যে দিনে স্কুল কিভাবে চালানো যায় যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে।

যেভাবে প্রাইমারি স্কুলের মর্নিং ইন স্কুল শুরু করা হচ্ছে সে সেরকম ভাবেই যে সেকেন্ডারি এডুকেশন স্কুল আছে যেমন উচ্চ মাধ্যমিক ,মাধ্যমিক তাদেরও মর্নিং স্কুল করার অনুরোধ জানানো হয়েছে।

এসব বিষয়ে যেসব গাইড লাইন দেওয়া হয়েছে Health & Family Welfare Department Disaster Management Department সে গুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে কোন শিশু,কোন বাচ্চা যাতে অসুস্থ না হয় ।এই গরমে থেকে বাঁচবার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেয়া দরকার অতিরিক্ত জল পান করা বা ORS এর জল পান করা এইসব জিনিসগুলো কে অবশ্যই ফলো করতে হবে।


এই সমস্ত জায়গায় এই সমস্ত মানুষকে এ সমস্ত ব্যক্তি গুলিকে এই কপি ফরওয়ার্ড করা হলো।

Copy to:
1) The District Magistrate (All)
2) The President. WBBSE. He may issue suitable advisory accordingly.
3) The President WBCHSE
4) The President. WBBPE. He may issue suitable advisory accordingly
5) The SPD PRSSM
6) The PD. MDM
7 The MD PBRSSM
8 PS. to HMIC School Education Department
9 PA to Principal Secretary, School Education Department


YOUR QUERIES

"morning school in west bengal" "morning class in west bengal school 2022" "2022 morning school notice" "2022 summer vacation" "summer vacation in west bengal schools 2022" "WBSED latest news"

Post a Comment

Previous Post Next Post