Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মে মাস থেকেই জিনিসের দাম বাড়তে চলেছে । GST ১৮ থেকে বাড়িয়ে কত করা হলো ?

মে মাস থেকেই জিনিসের দাম বাড়তে চলেছে । GST ১৮ থেকে বাড়িয়ে কত করা হলো ?

মে মাস থেকেই জিনিসের দাম বাড়তে চলেছে । GST ১৮ থেকে বাড়িয়ে কত করা হলো ?

বাংলা উৎকর্ষ ব্লগে আপনাকে স্বাগতম জানাই । এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, ও কিছু শিক্ষামূলক তথ্য , স্বাস্থ্য পরিবেশ নিয়ে আলোচনার বিষয় বস্তু। নিয়মিত ব্লগের আপডেট পেতে অনুসরণ করতে ভুলবেন না।


ফের কপালে ভাঁজ পড়তে চলেছে মধ্যবিত্ত পরিবারের। প্রতিনিয়ত ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে চলেছে। মে মাস থেকে 143টি জিনিসের বাড়তে চলেছে GST । GST 18 থেকে বাড়িয়ে 28 শতাংশ করা হয়েছে।

আপনারা এক নজরে দেখে নিন মে মাস থেকে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে।

আগামী মাসে GST কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন রিপোর্ট জানাচ্ছে GST হারে পরিবর্তন ঘটতে পারে সরকার ।মনে করা হচ্ছে 143 দ্রব্যের মধ্যে থেকে 90 শতাংশ দ্রব্যেরই GST হার বাড়িয়ে 18 থেকে বাড়িয়ে 28 শতাংশ করা হচ্ছে। 2019 এর লোকসভা নির্বাচনের আগে যে ছাড় দেয়া হয়েছিল। সেই ছাড় বাতিল হয়ে যাচ্ছে। কোন কোন জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে GST-তে 4 স্তরের কাঠামো রয়েছে।যে 4টি হার রয়েছে তার মধ্যে রয়েছে 5 শতাংশ, 12 শতাংশ,18 শতাংশ ও 28 শতাংশ ।

বিলাসবহুল দ্রব্যগুলিতে GST রয়েছে সবচেয়ে বেশি । এইগুলোতে GST বসানো হয়েছে 28 শতাংশ।
সোনা ও সোনা তৈরি গয়নাতে GST রয়েছে 3 শতাংশ । অন্যদিকে প্যাকহিন ও ব্যান্ডহিন (চাল,দল,গম ইত্যাদি ) দ্রব্যকে GST আওতা থেকে বাইরে রাখা হয়েছে । GST অধীনে অত্যাবশ্যকীয় পণ্য এর ওপর সবচেয়ে কম হারে GST ধার্য করা রয়েছে। যেখানে বিলাসদ্রব্য সর্বসাধারণভোগ্য নয় ,এমন পণ্যের উপরে সবথেকে বেশি হারে, অর্থাৎ 28 শতাংশ হারে কর আদায় করা হয়ে থাকে ।

এটা করা হচ্ছে GST চালুর ফলে । রাজ্যের রাজস্ব আদায়ের যদি কোনো ঘাটতি হয় তা পূরণের জন্য। রিপোর্টে বলা হয়েছে পাওয়ার ব্যাংক,গুর, ঘড়ি, সুটকেস, ট্রলি ব্যাগ,পাউডার, চকোলেট, চুইংগাম, কাছের ফ্রেন্ড,চামড়ার নানা ইত্যাদিতে বাড়ানো হতে পারে GST-র হার। পাপড়- গুর ইত্যাদি মতো জিনিসে 5 শতাংশ চাপানো হতে পারে GST।
অন্যদিকে চামড়ার দ্রব্য, চকলেট, বডি স্প্রে শপিং ব্যাগ,হ্যান্ডব্যাগ ,জানলা-দরজা ,রান্নাঘরের সিঙ্ক, আফটার সেভেনর নানা জিনিস কোকো পাউডার, সুইচ ,সকেটর দ্রব্যের দাম বাড়তে চলেছে। এগুলোর উপর GST 18 শতাংশ থেকে বেড়ে হতে চলেছে 28 শতাংশ।


যদি আপনাদের আমার এই ব্লগটি খুবই উপকৃত বলে মনে করেন তাহলে নিশ্চয়ই এই ব্লগটি অনুসরণ করতে ভুলবেন না তাছাড়াও আপনারা এই ব্লগটি বুকমার্ক করে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য।

1 Comments

Previous Post Next Post