Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 5 Bengali Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ বাংলা ৭ অক্টোবর ২০২১

Model Activity Task Class 5 Bengali Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ বাংলা ৭ অক্টোবর ২০২১


Model Activity Task Class 5 Bengali Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ বাংলা ৭ অক্টোবর ২০২১


১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


১.১ ‘অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল।--কাদের কথা বলা হয়েছে? তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন?

উত্তর:-

* 'পাহাড়িয়া বর্ষার সুরে' রচনাংশে এখানে ব্যাঙ, মৌমাছি, মােরগ ও বাঘের কথা বলা হয়েছে।

* দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পৃথিবীর মানুষ, পশু-পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। তাই তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল, ভগবানের কাছে নালিশ জানিয়ে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচাতে।

১.২ ‘আমার যেন লাগল ভারী ভালাে’– কোন দৃশ্য কথকের ভারী ভালাে লেগেছে?

 উত্তর:- মৈত্রেয়ী দেবীর "ঝড়" কবিতায় সেদিন দুপুরবেলা কথকের মাঠে খেলার সময় হঠাৎ ঝড় উঠলাে। দেখতে দেখতে অন্ধকারে সমস্তদিক ঢেকে গেল। বকুল তালা, চাঁপাবন ও নদীর জলও কালাে হয়ে উঠলাে। এই দৃশ্য কথকের ভারী ভালাে লেগেছে।

১.৩ ‘লােকে বলে, মন্ত্র জানা চাই। কীসের মন্ত্র। মধু আনতে বাঘের মুখে’ রচনাংশে ‘মন্ত্র জানা লােকটির নাম কী?

উত্তর:-

* শিবশঙ্কর মিত্রের ‘মধু আনতে বাঘের মুখে’ নামক গল্পের উদ্ধৃতাংশে মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্রের কথা বলা হয়েছে।

* ‘মধু আনতে বাঘের মুখে’ রচনাংশে মন্ত্র জানা লােকটির নাম ধনাই ।

১.৪ ‘মুকুট হয়ে ঝাক বেঁধেছে লক্ষ হীরার মাছ। কী দেখে কবির এমন মনে হতাে?

উত্তর:- কবি অশােকবিজয় রাহা ‘মায়াতরু' কবিতায় একটি আজব গাছের বণর্না দিয়েছেন। এক পশলা বৃষ্টির পর আকাশে চাঁদ উঠলে গাছটি, যে মায়াবী রূপ ধারণ করতাে, তা দেখে কবির মনে হতাে যেন, ‘মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।

১.৫ ...কান্নায় ভেঙে পড়ল ছােট্ট ফণীমনসা গাছ। ছােট্ট ফণীমনসা গাছ কান্নায় ভেঙে পড়ল কেন?

উত্তর- *বীরু চট্টোপাধ্যায়ের 'ফণীমনসা ও বনের পরি" নামক নাটকে ডাকাতেরা সব সােনার পাতা ছিড়ে ফণীমনসা গাছটিকে একে বাড়ে ন্যাড়া করে রেখে যায়। এই পরিস্থিতিতে ছােট্ট ফাণীমনসা গাছটি কান্নায় ভেঙে পড়ে।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ নীচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলিকে পুনরায় লেখাে : 

২.১.১ গিন্নি-মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল

উত্তর:- কর্তা-বাবুর আদেশে সকলে একসঙ্গে চলল।

২.১.২ তীর্থর দিদি কলেজের অধ্যাপিকা।

উত্তর:- তীর্থর দাদা কলেজের অধ্যাপক।

২.১.৩ পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

উত্তর:- পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

২.২ লিঙ্গ পরিবর্তন করাে : (পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ)

২.২.১ কবি = মহিলা কবি

২.২.২ গুণবান = গুণবতী

Post a Comment

Previous Post Next Post