Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 4 Bengali Part 7 October 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ বাংলা ৭ অক্টোবর ২০২১

Model Activity Task Class 4 Bengali Part 7  October 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ বাংলা ৭ অক্টোবর ২০২১


Model Activity Task Class 4 Bengali Part 7  October 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ বাংলা ৭ অক্টোবর ২০২১


১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকাল।--উবার পরিচয় দাও। কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে?

উত্তর: অমরেন্দ্র চক্রবর্তীর লেখা ‘আমাজনের জঙ্গলে গল্পের উবা হল আমাজনের জঙ্গলে কথকের সঙ্গে পরিচয় হওয়া একটি বালক যে তাঁকে জঙ্গলে ঘুরতে সাহায্য করেছিল।

* ভ্যানরিকশায়, অনেকটা টিনের বড়াে বাক্সের মতাে দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছােট্ট ছােট্ট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। এই ছবিটা দেখে উবা কথকের দিকে তাকিযেছে।

১.২ ‘কোনাে ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি।--বক্তা কে? তিনি কোন ওষুধের কথা বলেছেন?

উত্তর: বক্তা হলেন লীলা মজুমদারের রচিত 'আলাে' নাটকের অন্যতম চরিত্র গুরুমশাই।

* এখানে তিনি সুসনি পাহাড়ের মাথায় পাওয়া হাড়ভাঙ্গা গাছের পাতার সাথে লাল মধু বেটে তৈরি করা ওষুধের কথা বলেছেন।

১.৩ ‘মাঠের বৃষ্টি বড়াে বিশাল।--সেই বৃষ্টির বিবরণ কথক কীভাবে দিয়েছে?

উত্তর: মণীন্দ্র গুপ্তের লেখা ‘অ্যাডভেঞ্চার :বর্ষায়’ গল্পে কথক সেজ পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে প্রবল বৃষ্টির সম্মুখীন হন। অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে মাঠের সেই বৃষ্টির বল যেন দুর্ধর্ষ। বাতাসের বেগ জলের রেখাকে ধোঁয়া করে দিয়েছে। কথকের পিঠের ওপর সেই বৃষ্টি যেন পেরেকগাঁথা হাতে চড়ের পর চড়ের মারছে।

১.৪ ‘আমার তরি বােঝাই করে দেবে উপহার। - কে, কী উপহার দেবে?

উত্তর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘আমি সাগর পাড়ি দেবাে কবিতায় কবি সমুদ্রের ঢেউয়ের দোলায় তার ময়ূরপঙ্খী বজরা নিয়ে বাণিজ্য করে বেড়াবেন আর সমুদ্র তাকে রত্ন মানিক উপহার দেবে।

১.৫ ‘দূরের পাল্লা’ কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে?তারা নৌকোয় বসে কী করছেন?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘দূরের পাল্লা' কবিতায় তিনজন মাঝির কথা রয়েছে।

* মাঝিরা সারাদিন ধরে নৌকা বায় এবং নৌকায় বসে তারা আপন মনে গান গেয়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝােপঝাড়, চরে জেগে থাকা কঞ্চির বন, পানকৌড়ি জলে ডুব দেওযা, নদীর পাড়ে দ্রুত স্নান সারে ঘােমটা পরা বউ এইরকম নানান দৃশ্য দেখছেন।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ সন্ধি বিচ্ছেদ করাে :

২.১.১ অপেক্ষা = অপ + ঈক্ষা

২.১.২ ব্যবহার = বি+অবহার

২.১.৩ অধ্যুষিত = অধি+উষিত

২.২ সন্ধি করাে :

২.২.১ অতি + উক্তি = অত্যুক্তি

২.২.২ প্রতি + অক্ষ = প্রত্যক্ষ


Post a Comment

Previous Post Next Post