Model Activity Task 2021 Class 7 Health and Physical Education Part 6 || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 6
১। সঠিক উত্তরটিকে বেছে নিয়ে (✓) চিহ্ন দাও :
(ক) মোধিক্যের কারণ কী?
(১) শরীরচর্চার অনভ্যাস(২) হরমােনের সমস্যা
(৩) ফাস্টফুড খাওয়া
(৪) সব কয়টিউত্তর:- (৪) সব কয়টি
(খ) সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে?
(১) ১০ %(২) ১৫ %
(৩) ২ %
(৪) ২৫%
উত্তর:- (২) ১৫ %
(গ) মেদবৃদ্ধি রুখতে কী করতে হবে?
(১) শরীরচর্চা(২) পরিমিত খাওয়া
(৩) সঠিক জীবনশৈলী
(৪) সব কয়টি
উত্তর:- (৪) সব কয়টি
(ঘ) খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালােরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে?
(১) হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়(২) মেদাধিক্য ঘটায়
(৩) স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে
(৪) হাড়ের গঠন সুদৃঢ় করে
উত্তর:- (২) মেদাধিক্য ঘটায়
২। সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখাে।
(ক) বিদ্যালয়ের মিড-ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি।
উত্তর:- সত্য(খ) মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে।
উত্তর:- সত্য(গ) ব্যায়াম করলে হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়।
উত্তর:- সত্য(ঘ) প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
উত্তর:- সত্য(ঙ) খেলাধুলাে করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
উত্তর:- সত্য৩। নীচের যােগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে, ছবির পাশের ফাঁকা ঘরে যােগাসনটির নাম লেখাে।
উত্তর:-
(ক) উষ্ট্রাসন(খ) ধনুরাসন
৪। পূর্ণধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে শ্বাসক্রিয়া, প্রারম্ভিক অবস্থান, দেহভঙ্গি, উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলি লেখাে।
উত্তর:-
Tags
Class 7 Part 6