Model Activity Task 2021 Class-5 Health and Physical Education Part-6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 5 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 6
স্বাস্থ্যবিধান – ডায়ারিয়া ও মাম্পস
১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করাে :
(ক) ডায়ারিয়া
শরীরেতে যদি জলাভাব হয়,
চোখ বসে যায় তার,
পেটটা খারাপ, সাথে পায়খানা
যদি হয়___________।
(১) একবার (২) বারবার
উত্তর:- (২) বারবার
(খ) ডায়ারিয়া
বুঝতেই হবে ডায়ারিয়া রােগ
এবার ধরেছে তাকে,
দেহকোশে______কমে গেছে তাই
ক্লান্ত যে হয়ে থাকে।
(১) মল (২) জল
উত্তর:- (২) জল
(গ) ডায়ারিয়া
___________অভাব পূরণ করাই
এ রােগের মুল কথা,
তাই বলে জল উলটোপালটা
খাবে না তাে যথাতথা।
(১) জলের (২) ভিটামিনে
উত্তর:- (২) ভিটামিনে
(ঘ) ডায়ারিয়া
ORS গুলে বিশুদ্ধ জল
করবেই ব্যবহার,
পিপাসা পেলেই এক_______করে।
জল খাওয়া দরকার।
(১) গ্লাস (২) বােতল
উত্তর:- (১) গ্লাস
(ঙ) ডায়ারিয়া
খাবার তৈরি যিনি করবেন যেন________নেন হাত,পরিচ্ছন্নতা বড়ােই জরুরি কিবা দিন কিবা রাত।
(১) মুছে (২) ধুয়ে
উত্তর:- (২) ধুয়ে
(চ) ডায়ারিয়া
_________খেয়ে উপশম হলে নেই কোনাে চিন্তার, নয়তাে স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার।
(১) OSR (২) ORS
উত্তর:- (২) ORS
(ছ) মাম্পস
__________এটি এক রােগ
শিশুদের হয়ে থাকে,বড়ােদেরও ওই রােগ হতে পারে lহঠাৎ যে কোনাে ফাকে।
(১)সংক্রামক (২) অসংক্রামক
উত্তর:- (১)সংক্রামক
(জ) মাম্পস
শরীর গরম, কান মাথা ব্যথা বমি বমি ভাব হয়,________দিকটা ফুলে ফেঁপে ওঠে মাম্পস তা নিশ্চয়।
(১) মুখের (২) কাঁধের
উত্তর:- (১) মুখের
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) মাম্পস রােগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখাে।
উত্তর:- মাম্পস হলাে এক ধরনের সংক্রমণ যা সাধারণত শিশুদের হয় এবং এই ভাইরাস সংক্রমণের ১৪-২৫ দিন পরে উপসর্গগুলাে দেখা যায়।
মাম্পস রােগের উপসর্গগুলি হল :-
(i) দুর্বলতা খিদে কমে যাওয়া
(ii) অল্প গা গরম, মাথাধরা, ক্ষুধামন্দ, ক্লান্তিভাব দেখা যায়।
(iii) মুখের দিকে ফুলে উঠতে পারে
(iv) গাঁটে ব্যথা,কানেও ব্যথা হয়
(v) বমিবমি ভাব ও বমিও হতে পারে।
(vi) মাংসপেশিতে ব্যথা
(vii) বড়ােদের ক্ষেত্রে অন্য গ্রন্থিও ফুলে উঠতে পারে।
(viii) সাধারণত একবার মাম্পস হলে পরবর্তী সময়ে আর এই অসুখ হয় না।
(ix) চোয়াল ফুলে যাওয়া এবং ব্যথা অনুভব করা
(খ) টীকা লেখাে : প্রতিষেধক টিকা
উত্তর:- যে জৈব রাসায়নিক যৌগ অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উদ্দীপিত করে কোনাে একটি রােগের জন্য প্রতিরােধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে তাকে বলে প্রতিষেধক টিকা।
এই টিকা হল একটি বিশেষ ধরনের ঔষধ যা কোনাে একটি বিশেষ অসুখকে প্রতিরােধ করতে আগে থেকেই শরীরে দেওয়া হয়। বিভিন্ন রােগের বিভিন্ন প্রতিষেধক রয়েছে। এই প্রতিষেধক টিকা নেওয়া থাকলে ওই সব রােগের জীবানু শরীরে ঢুকলে শরীর তার বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তুলতে পারে। বর্তমানে সারা বিশ্বে করােনার টিকাকরণ চলছে।
Click here√Model Activity Task class 5 Bengali (Part 6)
Click here√Model Activity Task class 5 English (Part 6)
Click here√Model Activity Task class 5 Environment Science (Part 6)