Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 5 2021(Model Activity Task Class 7 Environment and Science Part 5 2021 2nd Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 5 2021(Model Activity Task Class 7 Environment and Science Part 5 2021 2nd Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 5 2021(Model Activity Task Class 7 Environment and Science Part 5 2021 2nd Series)

১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ অপ্ৰভ বস্তুটি হলাে –

(ক) মােমবাতির শিখা
(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) জোনাকি।

১.২ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলাে -

(ক) কালা
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) গােবর গ্যাস।

১.৩ উদ্ভিদের মুলের ডগার টুপির মতাে অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনাে রোঁয়া থাকে না সেটি হলাে -

(ক) মূলত্র অঞ্চল
(খ) বর্ধনশীল অঞ্চল
(গ) স্থায়ী অঞ্চল
(ঘ) মূলরােম অঞ্চল।
উত্তর:-
১.১) (গ) চাঁদ
১.২) (ঘ) গােবর গ্যাস।
১.৩) (খ) বর্ধনশীল অঞ্চল

২. শূন্যস্থান পূরণ করাে :

২.১ ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের             ফলাফলের প্রয়ােগ করা হয়।

উত্তর:- তাপীয়

২.২ আমের আঁটি          ঢেকে রাখে।

উত্তর:- বাদামী রঙের বীজ

২.৩ এঁচোড় হলাে            ফলের একটি উদাহরণ।

উত্তর:- যৌগিক

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে?

উত্তর:- একটি চুম্বক বহুদিন ধরে ঝুলিয়ে রাখলে, পৃথিবীর উত্তর-দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তরমেরু আর দক্ষিণমুখী প্রান্ত দক্ষিণমেরু সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবী নিজেই একটি চুম্বক। ভৌগােলিক উত্তর ও দক্ষিণমেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থান করে। ফলে আবেশের ফলে সহজেই দণ্ডচুম্বকের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে তাই দণ্ডচুম্বকটির উত্তরসন্ধানী মেরু' ও
দক্ষিণসন্ধনী মেরু' যথাক্রমে দক্ষিণে ও উত্তরে মুখ করে থাকবে।

৩.২ কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযােগ ঘটতে পারে?

উত্তর:- উ: পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয়, তখন তাকে স্বপরাগযােগ বলে।
উদাহরণ :উভলিঙ্গ ফুলেই সাধারণত স্বপরাগযােগ দেখা যায়। টম্যাটো, সন্ধ্যামালতী ইত্যাদিতে স্বপরাগযােগ দেখা যায়।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলােকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।

উত্তর:- 
একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলােকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।
এখানে , AO = আপতিত রশ্মি, BO = প্রতিসৃত রশ্মী। ∆AOC = আপাত কোন (i) ,∆DOB = প্রতিসরণ কোন (r). EOF = মাধ্যম দ্বারের বিভদতল, COD= অভিলম্ব।

আলোক রশ্মী গণমাধ্যম থেকে লোগো মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণ কোন (r) > আপাতন কোন (i) হবে। 
অর্থাৎ প্রতিসৃত রশ্মী  থেকে অভিলম্ব থেকে দূরে সরে যাবে।

৪.২ সাপ কীভাবে ‘জেকবসনস অগ্যান’– এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে?

উত্তর:- সাপের মুখের ভিতর ওপরের তালুতে জেকবসন অরগ্যান (Organ of Jacobson) থাকে। সাপ যখন জিভটা বাইরে বার করে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণগ্রাহক জেকবসন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয়, যা উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। তাই সাপ প্রায়ই জিভ বের করে।

Post a Comment

Previous Post Next Post