Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 বাংলা পার্ট 5 2021(Model Activity Task Class 4 Bengali Part 5 2021 2nd Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 বাংলা পার্ট 5 2021(Model Activity Task Class 4 Bengali Part 5 2021 2nd Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 বাংলা পার্ট 5 2021(Model Activity Task Class 4 Bengali Part 5 2021 2nd Series)

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. ‘সেই স্তন্ধতার মধ্যে উবার ফিশফিশ গলা শুনতে পেলাম’– উবা কোন্ কথা ফিশফিশিয়ে বলে উঠেছে।

উত্তর:- উবা ফিশফিশিয়ে বলে উঠেছে -"বােতাে ! বােতাে !" অর্থাৎ সে বলতে চাইছে। বােতোকে দেখা যাচ্ছে।

২. ‘জলের নীচে বােলতাকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম ...'—কথক ‘মনে মনে’ কী বলেছিল?

উত্তর:- জলের নীচে বােতােকে দেখতে দেখতে কথক মনে মনে বলেছিলেন, বােতাে যদি সত্যিই দেবতা হয় তাহলে সে যেন কথককে তার মা বাবা ও স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়।

‘৩. আমি সাগর পাড়ি দেবাে’– বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কী?

উত্তর- ‘আমি সাগর পাড়ি দেব’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সাগর পাড়ি দেওয়ার বাসনা প্রকাশ করেছেন। দেশ বিদেশ থেকে জহরত,পান্নাচুনি, মুক্তার মালা ইত্যাদি এনে তিনি তাঁর মায়ের দুঃখ ঘুচাবেন। তিনি হবেন রাজার কুমার আর মাকে বানাবেন রাজরানী।

‘৪. দক্ষিণ মেরু অভিযান’ গদ্যাংশে এঁদের নাম কোন্ কোন্ প্রসঙ্গে এসেছে?

নাম

প্রসঙ্গে

১. সার ক্লেমেন্টস মার্কহাম

রয়েল জিয়ােগ্রাফিক্যাল সােসাইটির প্রেসিডেন্ট

২. আর্নস্ট স্যাকলটন

ডিসকভারি’ নামক জাহাজের নাবিক

৩. উইলসন

১৯০২ সালের নভেম্বরে শ্লেজযাত্রার সঙ্গী

৪. ইভানস

দ্বিতীয় অভিযানের সঙ্গী

৫. আমুন্ডসেন

দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা

৫. ‘আলাে’ নাটকের পাত্র-পাত্রী কারা? তদের মধ্যে কাকে তােমার সবচেয়ে ভালাে লেগেছে এবং কেন?

উত্তর:- * লীলা মজুমদারের ‘আলাে’ নাটকের পত্র-পাত্রীরা হল- পিসি, শম্ভু, নিতাই,গুরুমশাই,
এছাড়াও বেড়াল,গায়কগণ প্রভৃতি।


*এদের মধ্যে শঙ্কুকে আমার সবথেকে ভালাে লেগেছে।


*শাম্বুকে ভালাে লাগার কারণ হল, নাটকের শুরুতে তাকে ভীতু বলে মনে হলেও পরে সে সাহসিকতার পরিচয় দেয়। গুরুমশাই-এর নির্দেশে শম্ভ ঝড় জল ও ঘন অন্ধকারের মধ্যে, বেড়ালের কান্না, প্যাঁচাদের গান, গাছেদের গান, বন বিড়ালদের চিৎকার, মনসাঝােপের গান এবং গুহার বাদুড়দের চিৎকার জয় করে সুসনি পাহাড় থেকে হাড়ভাঙ্গার পাতা এবং মধু নিয়ে আসে।

৬. আমাদের দলটা চলল সেজোপিসিমার বাড়ির দিকে।' সেজোপিসিমার বাড়ি কোন্ গ্রামে? তার বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল?

* সেজোপিসিমার বাড়ি চন্দ্রহার গ্রামে।


*বেশ হই চই করে কথকেরা সেজোপিসির বাড়ির পথে চলছিল। অপরাহে হঠাৎ নীল ঘাস দিয়ে বােনা পাখির বাসার মতাে মেঘ উঠল। বাতাসও বিদ্যুত এসে ঘোঁট পাকাতে লাগল। বৃষ্টিও নামল । তাদের একমাত্র তাপ্লিমারা ছাতাটাও উল্টে গেল। বৃষ্টি ঝেপে এলে তারা গাছ তলায় দাঁড়ায়, কমলে আবার হাঁটে। শেষে বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যেই তারা চলতে লাগলাে। পথে কিছু মাছ ধরে তারা উল্টানাে ছাতার মধ্যে ভরে নিলাে। অবশেষে সন্ধ্যার মুখে তারা সেজোপিসির বাড়ি পোঁছাল ।


Click here ✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 ইংরেজী পার্ট 5 (Model Activity Task Class 4 English Part 5 2nd Series)


Post a Comment

Previous Post Next Post