মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 5 (Model Activity Task Class 4 Health and Physical Education Part 5 2nd Series)
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করাে :
(ক) মেঘে....ঘৰ্ষণে যে শক্তি তৈরি হয়, বজ্র তাকেই বলে থাকি, জেনাে তা নিশ্চয়।
(a) মেঘে (b) পাহাড়ে
(খ) সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে,......যে তাকেই বলি, এতাে সবাই জানে।
(a) বজ্রপাত (b) বজ্রাঘাত
(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই......থেকো, বজ্রপাত যে বিপজ্জনক—এটুক মনে রেখাে।
(a) বিপদে (b) নিরাপদে
(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম,......আশ্রয়েতে বিপদ থাকে কম।
(a) আপদশূণ্য (b) গাছের তলায়
(ঙ) সুইচবাের্ডে হাত দেবে না, মােবাইলে নয় হাত,দরজা-জানলা......রাখাে, থামুক বজ্রপাত।
(a) খােলা (b) বন্ধ
(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে,ভূত্বকহঠাৎ কেঁপে ওঠে.......ফলে।
(a) ভূমিকম্পের (b) ভূমিধসের
(ছ) ভূমিকম্প 1 পরে ভেঙে যায়.......ধুলােয় লুটায়দরজা-জানলা, দেয়াল ও আলমারি।
(a) জলবায়ু (b) ঘরবাড়ি
(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি,মানুষ মরে, পশু মরে, কত যে........
(a) দূর্গতি (b) বিপর্যয়
উত্তরগুলো :-
(ক) (a) মেঘে
(খ) (a) বজ্রপাত
(গ) (b) নিরাপদে
(ঘ) (a) আপদশূণ্য
(ঙ) (b) বন্ধ
(চ) (a) ভূমিকম্পের
(ছ) (b) ঘরবাড়ি
(জ) (a) দূর্গতি
২। নীচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখাে
১) আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
২) বাজ পড়ার সময় খেলার মাঠে বা খােলা মাঠে থাকা নিরাপদ।
৩) বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ
দূরত্বে আশ্রয় নিতে হবে।
৪) বজ্রপাত নিরােধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে।
৫) বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ।
৬) বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে, প্লাগ খুলে রাখতে হবে।
৭) বজ্রপাত শুরু হলে ঘরের জানালা-দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনাে ঘরে আশ্রয় নিতে হবে।
৮) স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরােধক পরিবাহীর (Earthing) ব্যবস্থা করতে হবে।
৯) ভূমিকম্পের আভাস পাওয়ামাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে।
১০) ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরােনাের সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে।
১১) ভূমিকম্পের সময় খােলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।
১২) ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে।
১৩) ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ, কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে।
১৪) ভূমিকম্পের সময় বাড়ির দেয়াল, বইয়ের তাক, কাচের দরজা-জানালা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে।
উত্তর:-
১) সত্য
২) মিথ্যা
৩) সত্য
৪) সত্য
৫) মিথ্যা
৬) সত্য
৭) সত্য
৮) সত্য
৯) সত্য
১০) সত্য
১১) সত্য
১২) সত্য
১৩) মিথ্যা
১৪) সত্য
৩। (ক) কাকে বজ্রপাত বলে?
উত্তর:- মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলােক শক্তি, তাপ শক্তি,শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বজ্রপাত বলে।
(খ) বজ্রপাত হলে কী করতে হবে তা বর্ণনা করাে।
উত্তর:-
১.কোন ধাতব বস্তুকে হাত দেবে না।
২. যতক্ষণ বজ্রপাতের শব্দ হবে, ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বের হবে না।
৩. খােলা আকাশের নিচে বা মাঠে থাকলে গুড়ি মেরে পড়ে থাকবে, চিত হয়ে বা উপুড় হয়ে থাকবেনা।
৪. বজ্রপাত চলাকালীন বৈদ্যুতিক সরঞ্জাম ও সুইচ বাের্ডে হাত দেবেনা।
৫. বজ্রপাতের সময় ল্যান্ডফোন ব্যবহার করবে না।
(গ) বজ্রপাতের সময় কী করা যাবে না তা লেখাে।
উত্তরঃ বজ্রপাতের সময় যা যা কাজ করা যাবে না তা হল
১. সুইচ বাের্ডে হাত দেওয়া যাবেনা।
২. মােবাইলে হাত দেওয়া যাবেনা।
৩. বাজ পড়ার সময় মাঠে থাকা যাবেনা।
৪. বজ্রপাতের সময় গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না।
৪। (ক) ভূমিকম্প কেন হয়?
উত্তর:- ভূ-অভ্যন্তরে সৃষ্টি হওয়া কম্পন যখন ভূত্বককে আলােড়িত করে তখন তাকে ভূমিকম্প বলে।পৃথিবীর শিলামন্ডল বিভিন্ন প্লেটের (টেকটোনিক গাত্রের) সমন্বয়ে গঠিত। এই পাতগুলাের স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচন্ড কম্পনের সৃষ্ট হয়, যা ঢেউয়ের মতাে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে ঠিক তেমনি।
(খ) ভূমিকম্প হলে কী করতে হবে?
উত্তরঃ ভূমিকম্প হলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের সময় যদি আমরা ঘরের মধ্যে আটকে পড়ে যাই তবে একটি টেবিলের নিচে নিজের মাথা ঢেকে আশ্রয় নিতে হবে।
(গ) ভূমিকম্পের সময় কী কড়া যাবে না, তা লেখাে।
উত্তরঃ ভূমিকম্পের সময় যা যা করা যাবে না তা হল -
১.ভূমিকম্পের সময় ঘরের ভেতর থাকা যাবে না।
২.ভূমিকম্পের সময় কোন ভঙ্গুর বাড়ির নিচে থাকা যাবে না।
৩. ভূমিকম্পের সময় কোন কাঁচের জানালা নিচে থাকা যাবে না।
৪. ভূমিকম্পের সময় খােলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।