Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ভূগোল (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 GEOGRAPHY PART 4)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ভূগোল (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 GEOGRAPHY PART 4)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ভূগোল (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 GEOGRAPHY PART 4)

বিষয়: ভূগোল (Geography)


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :


১.১ ঠিক জোড়াটি নির্বাচন করাে 

ক) গ্রহ       -নিজস্ব আলাে আছে

খ) গ্রহাণু।   -গ্রহের তুলনায় আয়তনে বড়

গ) উপগ্রহ   -নক্ষত্রের আলােয় আলােকিত

ঘ) উল্কা    -লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক


১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গােলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলাে –

ক) মকরক্রান্তি রেখা 

খ) কর্কটক্রান্তি রেখা

গ) মূলমধ্য রেখা

ঘ) কুমেরুবৃত্ত রেখা


১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলাে –

ক) অরুণাচল প্রদেশ 

খ) মহারাষ্ট্র

গ) হিমাচল প্রদেশ 

ঘ) পশ্চিমবঙ্গ


উত্তর

১.১ (ক) উপগ্রহ   -নক্ষত্রের আলােয় আলােকিত

১.২ (খ) কর্কটক্রান্তি রেখা

১.৩ (ঘ) পশ্চিমবঙ্গ


২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে :


২.১) গােলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।


২.২) ০° ও ১৮০° দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা।


২.৩) সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।


উত্তরগুলো: ২.১) ঠিক , ২.২) ভুল ২.৩) ঠিক


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ তারার রঙের সঙ্গে উষ্ণতার  সম্পর্ক লেখাে।


উত্তর- তারার রঙ দেখে তার উষ্ণতা বােঝা যায় । যেমন-

ক) ছােটো লাল তারার উষ্ণতা সবথেকে কম ।

খ) মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি ।

গ) বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি ।

ঘ) প্রকান্ড সাদা তারার উষ্ণতা সবথেকে বেশি ।


৩.২) পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।


উত্তর:- পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে হেলে থাকার চিত্র -



৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।


উত্তর:- হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণি হল (ক) হিমাদ্রি হিমালয় (খ) হিমাচল হিমালয় এবং (গ) শিবালিক হিমালয়


(ক) হিমাদ্রি হিমালয় :- হিমাদ্রির উচ্চতা গড়ে প্রায় ৬,০০০ মিটারের বেশি। এই অংশটি সারা বছর বরফে ঢাকা থাকে। এর বিখ্যাত শৃঙ্গগুলি হল মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু প্রভৃতি। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার এবং এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। হিমাদ্রি হিমালয় ক্রমশ ঢালু হয়ে তিব্বতের মালভূমিতে মিশেছে ।


(খ) হিমাচল হিমালয় :- হিমাচল হিমালয়ের গড় উচ্চতা ৩০০০ মিটারের বেশি। বহুযুগ ধরে ক্ষয়ের ফলে হিমাচল হিমালয় বহু অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। হিমাচলের প্রধান পর্বতশ্রেণিগুলি হল : পিরপঞ্জল, ধাওলাধর, মুসৌরী, মহাভারত প্রভৃতি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর বহু পর্যটক আসে ।


(গ) শিবালিক হিমালয় :- শিবালিক-এর গড় উচ্চতা ১৫০০ মিটারের কম। শিবালিক ও হিমাচলের মাঝের অংশকে ‘দুন' বলা হয়। শিবালিকের দক্ষিণ ঢাল খাড়া এবং উত্তর ঢাল গড়ানাে। এর পাদদেশের অরণ্যে ঢাকা অঞ্চলটি ‘তরাই’ নাম পরিচিত।


Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 বাংলা পার্ট-4 (Model Activity Task 2021 Class-6 Bengali Part-4 1st Series)


Post a Comment

Previous Post Next Post