Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 বাংলা পার্ট-4 (Model Activity Task 2021 Class-6 Bengali Part-4 1st Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 বাংলা পার্ট-4 (Model Activity Task 2021 Class-6 Bengali Part-4 1st Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 বাংলা পার্ট-4 (Model Activity Task 2021 Class-6 Bengali Part-4 1st Series)

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘ভবঘুরে’ কবিতায় শুকনাে খড়ের আঁটি রয়েছে।

(ক) অশ্বত্থ গাছের নীচে
(খ) মাঠে
(গ) গােলাঘরে
(ঘ) নৌকোর খােলে

১.২ ‘তাকে আসতে বলবে কাল।' -আসতে বলা হয়েছে।

(ক) শংকর সেনাপতিকে
(খ) অভিমন্যু সেনাপতিকে
(গ) বিভীষণ দাশকে
(ঘ) পঞানন অপেরার মালিককে

১.৩ ‘আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে।

(ক) বুনাে পাহাড়
(খ) মরুভূমি।
(গ) প্রভাত সূর্য
(ঘ) পাইন গাছ

১.৪ ‘যেতে পারি কিন্তু কেন যাব’ কাব্যগ্রন্থটির রচয়িতা

(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(খ) অরুণ মিত্র
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) অমিয় চক্রবর্তী

১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায় ‘মাইল’ শব্দের অর্থ

(ক) পিছনে যাও
(খ) সাবধান
(গ) বস
(ঘ) কাত হও


উত্তরগুলো:-
১.১) (ঘ) নৌকোর খােলে
১.২) (খ) অভিমন্যু সেনাপতিকে
১.৩) (ঘ) পাইন গাছ
১.৪) (গ) শক্তি চট্টোপাধ্যায়
১.৫) (খ) সাবধান


২.খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ ‘ও তাে পথিকজনের ছাতা’ – পথিকজনের ছাতা কোনটি?

উত্তর:- পার্থিকজনের ছাতা হলাে ‘ভরদুপুরে’ কবিতার অশ্বত্থ গাছটি ।

২.২ ‘এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।- কেন এমনটি হয় ?

উত্তর:- বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকার কারণ হল এখান থেকে পাঁচ সাত মাইলের মধ্যে বঙ্গোপসাগর অবস্থিত।

২.৩ ‘মন-ভালাে-করা’ কবিতায় কবি রােদুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর:- মন-ভালাে-করা' কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় রােদুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন

২.৪ ‘আমি কথা দিয়ে এসেছি’ কথক কোন্ কথা দিয়ে এসেছেন?

উত্তর:- ঘাসফড়িং’ কবিতায় কথক আবারও ভিজে ঘাসের উপরে যাওয়ার কথা দিয়ে এসেছেন।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

৩.১ ‘দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।- কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে?

উত্তর:- পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা পাইন গাছ এমন স্বপ্ন দেখে । শীতের দেশে পাইন গাছের ভালাে লাগে না। এখানকার বরফের অতিরিক্ত ঠান্ডা তার কষ্টের কারণ । তার ভালাে লাগে দূরের কিছুকে । সে চায় উত্তাপ । সেই কারণে সে মরুভূমির পাম গাছ হতে চায় ।

৩.২ ... তাই তারা স্বভাবতই নীরব।কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন?

উত্তর:- সুবিনয় রায়চৌধুরীর ‘পশুপাখির ভাষা' রচনায় বন্য প্রানীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে। বন্য প্রাণীদের সর্বদা আত্মরক্ষা ও আক্রমনের জন্য তৈরী থাকতে হয় । তাই তারা নীরব থাকে ।
৩ এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।
– উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমােরে-পােকার বাসাবাড়ি’ রচনাংশ অনুসরণ করো।
উত্তর :- উত্তর- ডিম পড়ার সময় হলেই কুমােরে পােকা বাসা তৈরীর জন্য উপযুক্ত জায়গা খুজতে বের হয়। দু
চারদিন ঘুরে মনের মতাে জায়গা পেলেই তার আশেপাশে বার বার ঘুরে বিশেষ ভাবে পরীক্ষা করে নেয় । কখনাে আবার খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে । অবশেষে দু-একদিন সময় নিয়ে কাছাকাছি স্থানে কাদামাটির সন্ধান করে।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘’ হচ্ছে। এমন দুটি উদাহরণ দাও।

উত্তর:-
(i) নিঃ + আকার = নিরাকার
(ii) প্রাতঃ + আশ প্রাতরাশ

৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে। এমন দু'টি উদাহরণ দাও।

উত্তর:-
(i) নিঃ + রস নীরস
(ii) নিঃ + রব = নীরব

৪.৩ উদাহরণ দাও জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।

উত্তর:-
(i) জোরবাঁধা সাধিত শব্দ =পিতামাতা , দশানন
(ii) শব্দ খন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ- দয়া + ময় = দয়াময়, প্রিয় + তম = প্রিয়তম।

৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়?

উত্তর:- সংখ্যাবাচক শব্দ মূলত বিশেষ্য পদের সংখ্যা বােঝায় ।
যেমন- আমার কাছে পাঁচ টাকা আছে ।
অপর দিকে পূরণবাচক শব্দ কোনাে বিশেষ্যের সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে
যেমন – আমি পঞ্চম শ্রেণিতে পাড়ি ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ইতিহাস (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 HISTORY PART 4)

Post a Comment

Previous Post Next Post