20 টি জীবন বিজ্ঞান প্রশ্ন-উত্তর খুবই গুুত্বপূর্ণ competitive পরীক্ষার জন্য।
1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে উপস্থিত অক্সিজেনের উৎস কি?
উত্তর: কার্বন-ডাই অক্সাইড।
2. সালোকসংশ্লেষ এর অন্ধকার দশা কোথায় উৎপন্ন হয়?
উত্তর:ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে।
3. দিনের যে সময়ে সালোকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয় তাকে কি বলে ?
উত্তর:কমপেনশেসন পয়েন্ট।
4. সালোকসংশ্লেষ এর অন্ধকার দশাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন ?
উত্তর:বিজ্ঞানী ব্ল্যাকম্যান।
5. উদ্ভিদের কোন অংশে প্রধানত সালোকসংশ্লেষ ঘটে ?
উত্তর: সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কলার প্যারেনকাইমা কোষে।
6. আলোর ফোটন কনা নিহিত শক্তিকে কি বলে ?
উত্তর: কোয়ান্টাম।
7. কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষ ঘটেনা ?
উত্তর:সবুজ বর্ণের আলোতে।
8. সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কি
উত্তর:গ্লাইকোলাইসিস।
9. কোন প্রাণী বায়ুশূন্য স্থানে শ্বাসনকার্য চালাতে পারে ?
উত্তর:মনোসিস্টিস।
10. কোষের কোথায় অবাত শ্বসন ঘটে ?
উত্তর:সাইটোপ্লাজমে।
11. সবাত শ্বসন প্রক্রিয়ায় 1 অনু গ্লুকোজের সম্পূর্ণ জারণে মত কত অনু ATP উৎপন্ন হয় ?
উত্তর: 38 অনু।
12. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?
উত্তর:পতঙ্গ শ্রেণীর প্রাণীর।
13. পরিণত RBC তে ক্রেবসচক্র সংঘটিত হয়না কেন ?
উত্তর:মাইটোকন্ড্রিয়া থাকেনা বলে।
14. তাপের একক কি ?
উত্তর:ক্যালোরি।
15. তারামাছের শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তর:প্যাপুলি।
16.TCA চক্রের পুরো নাম কি ?
উত্তর:ট্রাই-কার্বক্সিলিক অ্যাসিড চক্র।
17. RQ -এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর:রেসপিরেটরি কোসেন্ট।
18. কোন প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিয় শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর:শ্বসন প্রক্রিয়ায়।
19. শ্বসন কি জাতীয় বিপাক ক্রিয়া ?
উত্তর:অপচিতিমূলক বিপাক ক্রিয়া।
20. কোষের কোন অংশে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় ?
উত্তর:সাইটোপ্লাজমে।
"যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই ব্লগের সব রকম প্রশ্ন - উত্তর দেওয়া হয় । আপনি যদি এই ব্লগটি পরে উপকৃত হন তাহলে webside টি অনুসরণ করতে ভুলবেন না"