Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মৌলিক অধিকার ও কর্তব্য/Fundamental rights and duties

🔴মৌলিক অধিকার ও কর্তব্য🔴


মৌলিক অধিকার ও কর্তব্য/Fundamental rights and duties - Special of compititive

1. বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা কত?

উঃ ৬ টি


2. ভারতের সংবিধানের কোন কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে?

উঃ ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ নং ধারায়।


3. দু’টি নিবর্তনমূলক আটক আইনের নাম কর।

উঃ এসমা (ESMA) এবং টাডা (TADA)


4. মৌলিক অধিকারের সং নির্দেশমূলক নীতির বিরোধ বাঁধলে আদালতে কোনটি বলবৎ হবে?

উঃ মৌলিক অধিকার


5. কোন মৌলিক অধিকারকে ডঃ আম্বেদকর সংবিধানের ‘প্রাণশক্তি ও হৃদয়’ বলে অভিহিত করেছেন?

উঃ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার।


6. কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে?

উঃ ৪২ তম সংবিধান-সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অর্থায়ে।


7. গান্ধীবাদী নীতিকে সুনিশ্চিত করার চেষ্টা করে এমন একটি নির্দেশ মূলক নীতির উল্লেখ কর।

উঃ রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েত গঠনের নীতি (৪০ নং ধারায়)


8. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি সংবিধানের কোন অংশের অন্তর্ভূক্ত?

উঃ চতুর্থ অংশ


9. ভারতের সংবিধানে কতগুলি ‘লেখ’ (writes)-এর অল্লেখ আছে?

উঃ ৫ টি।


10. মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কোন বছরে বর্জিত হয়?

উঃ ১৯৭৮ সালে।


11. ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার গুলি কী ধরণের?

উঃ প্রধানত আইনগত ও রাজনৈতিক।


12. জরুরী অবস্থায় রাষ্ট্রপতি সংবিধানের কোন মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে না?

উঃ ২১ নং ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে।


13. সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সংবিধানের কোন ধারা অনুসারে ‘লেখ’ জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে?

.৩২ নং ধারায় এবং ২২৬ নং ধারায়।


14. ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়?

উঃ ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে।


15. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা ক’টি?

উঃ ১১ টি।


16. ‘হেবিয়াস করপাস’-এর অর্থ কী?

উঃ বন্দীকে সশরীরে আদালতে হাজির করা।


17. ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সঙ্গে সংবিধানের কোন ধারা যুক্ত?

উঃ ৫১ (ক) ধারা


18. মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ হয়েছে?

উঃ তৃতীয় অংশে।


19. শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে থাকে এমন একটি মৌলিক অধিকারের উল্লেখ কর?

উঃ শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার।


20. সংবিধানের ১৪ নং ধারায় বর্ণিত ‘আইনের দৃষ্টিতে সমতা’ নীতির একটি ব্যতিক্রমের উল্লেখ কর।

উঃ স্বপদে আসীন থাকাকালীন রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না।

Post a Comment

Previous Post Next Post