Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর । Class-7 History chapter -1

সপ্তম শ্রেণী  ইতিহাস

প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা



সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর । Class-7 History chapter -1



১.    ইতিহাসের জনক কাকে বলা হয় ?

উত্তর :  হেরোডোটাস ।


২.  বাবর কোন বংশের সম্রাট ছিলেন ?

উত্তর : মুঘল।


৩.  ইতিহাসের উপাদান বলতে কি বোঝ ?

উত্তর : যে বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয় সেগুলিকে ইতিহাসের উপাদান বলা হয় ।


৪. প্রাক মধ্যযুগ কি নামে পরিচিত ?

উত্তর :  আদি মধ্যযুগ ।


৫. ইতিহাসের উপাদান কে কয় ভাগে ভাগ করা যায় ?  কি কি ?

উত্তর :  দু'ভাগে ভাগ করা যায। সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান ।


৬.  সকলোত্তরপথনাথ কার উপাধি ?  

উত্তর :  হর্ষবর্ধনের।


৭.  শিলালেখ  কাকে বলে ?

উত্তর : পাথর বা শিলার উপর খোদাই করা লেখ কে শিলালেখ বলা হয় ।


৮.  তাম্রলেখ  কাকে বলে ?

উত্তর : তামার পাতের উপর খোদাই করা লেখ কে তাম্রলেখ  বলা হয় ।


৯.  ইরানি কাদের বলা হয় ?

উত্তর : পারসিকদের ।


১০. পর্তুগিজদের  হাত ধরে এদেশে কি এসেছিল?

উত্তর :  আলু খাওয়া ।


১১.    হিদুষ কাকে বলে ?

উত্তর : সিন্ধু বিধৌত অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত ।


১২.   তাজমহল কার আমলে নির্মিত হয়েছিল ?

উত্তর :  মুঘল সম্রাট শাহজাহানের আমলে ।


১৩. গঙ্গায়কোণ্ডচোল কোন রাজার উপাধি ?

উত্তর:  রাজা প্রথম রাজেন্দ্র চোলের ।


১৪. হুদুদ অল আলম গ্রন্থটি কোন শতকের রচনা?

উত্তর : দশম শতকের ।


১৫.  কারা সিন্ধু অঞ্চল কে হিদুষ বলতো ?

উত্তর : পারসিক বা ইরানরা ।


১৬.  ইতিহাসের গোয়েন্দা কাদের বলা হয় ?

উত্তর :  ঐতিহাসিকদের। 


১৭.  আদি মধ্যযুগ বলতে কি বোঝো ?

উত্তর : ইতিহাসের যে সময়কালে প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে , কিন্তু মধ্যযুগ পুরোপুরি শুরু হয়নি , সেই সময়কাল কে ঐতিহাসিকরা আদি মধ্যযুগ বলেছেন ।


১৮. ইতিহাস কাকে বলে ?

উত্তর: অতীতের মানব সমাজ ও মানব সভ্যতার ধারাবাহিক কাহিনী হলো ইতিহাস  ।


১৯.  ইন্ডিয়া নামটি কে কবে প্রথম ব্যাবহার করেছেন ?

উত্তর :  খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ।


২০.  কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দটি দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে ?

উত্তর :  হুদুদ অল আলম গ্রন্থে ।







Post a Comment

Previous Post Next Post