Important GK Questions for RRB NTPC | GK Questions With Answers
পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেরেছেন তা যাচাই করতে পারবেন এই মক টেস্টের মাধ্যমে। প্রতি বছর বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন Railway Group D | SSC CHSL | SSC CGL | SSC MTS| WBCS | WBP Constable| WBP SI | ICDS |RRB NTPC | WBP Abgari Constable ইত্যাদিতে পরীক্ষা দেওয়ার জন্য সাধারণ বিজ্ঞান গণিত, ইংরেজি ,ইতিহাস, ভূগোল, রিসনিং থেকে অনেক প্রশ্ন আসে তাই আমাদের সমস্ত বিষয় পড়তে হয় । তাই পরীক্ষার সাথে সাথে টেস্টও দিতে হয়। আমাদের এই ওয়েবসাইট সেই সুযোগ করে দিয়েছে মক টেস্টের মাধ্যমে নিচের লিংক এ ক্লিক করুন আর MOCK TEST এ অংশ গ্রহণ করুন ।
১. Mrs. India World 2022 - 23 শিরোপা জিতলেন কে?
উত্তর: সরগম কৌশল ।
২. দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: মুম্বাই ।
৩. প্রথম ক্যাম্পে গোডা international পুরুষ্কার 2022 কে জিতেছে ?
উত্তর: প্রকাশ পাডুকোন।
৪. কে প্রিট জকার পুরুস্কার 2022 জিতে প্রথম আফ্রিকান হয়েছেন ?
উত্তর : ড্রায়বেডো ফ্রান্সিস কেরে ।
৫. Ayurveda Ratna award 2022 পুরুস্কারে কে সম্মানিত হয়েছে ?
উত্তর : ড. তনুজা নেসারি ।
৬. 2021 সালে কে সরস্বতি সম্মান পুরুস্কার পেলেন ?
উত্তর : অধ্যাপক রমদরশ মিশ্র ।
৭. 2022 সালের মোহনবাগান রত্ন সম্মানে কে ভূষিত হতে চলেছেন ?
উত্তর : শ্যাম থাপা ।
৮. 2022 সালে কে Templeton prize পেলেন ?
উত্তর : Dr. Frank wilezek .
৯. কোন বাঙালি লেখক 2022 সালের ও হেনরি পুরুস্কারে ভূষিত হন ?
উত্তর : অমর মিত্র ।
১০. কে ৫৬ তম জ্ঞানপিঠ পুরুস্কার পেলেন ?
উত্তর : নীলমণি ফুকন ।
১১. গণিতে অসামান্য অবদানের জন্য 2022 সালে কে অ্যাবেল পুরুষ্কার জিতলেন ?
উত্তর : অধ্যাপক ডেনিস পার্নেল সুলিভান ।
১২. কে 2022 মর্যাদাপূর্ণ টেমপ্লেটন পুরুস্কার জিতেছে ?
উত্তর : ফ্রেনক বিলজেক ।
১৩. বিশ্ব খাদ্য পুরুষ্কার 2022 এ কাকে সম্মানিত করা হয়েছে ?
উত্তর : সিন্থিয়া রোসেন জবিক ।
১৪. কে Mrs. Universe Divine 2022 শিরোপা জিতলেন ?
উত্তর : পল্লবী সিং ।
১৫. লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দা ইয়ার 2022 কে জিতেছেন ?
উত্তর : মেক্স বেরস্টেপেন ।
১৬. জাতীয় হিন্দি দিবস পালন করা হয় কবে ?
উত্তর : ১৪ ই সেপ্টেম্বর
১৭.সম্প্রতি কেরালা রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কে?
উত্তর : এ.এন. শামসির
১৮. সম্প্রতি ‘ Residents Safety & Security ’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর : মেঘালয়
১৯.গ্রেটার নয়ডাতে World Dairy Summit 2022-এর উদ্বোধন করলেন কে?
উত্তর :নরেন্দ্র মোদী
২০.হরপ্পা সংস্কৃতির উপর বিশ্বের বৃহত্তম মিউজিয়াম তৈরি করা হবে কোথায়?
উত্তর :হরিয়ানার
২১.কৃষকদের Unique Farm ID প্রদান করবে কোন রাজ্য সরকার?
উত্তর :উত্তরপ্রদেশ
২২. সম্প্রতি Cinematic Tourism Policy লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর :গুজরাট
২৩.Fortune India Rich List 2022-এ শীর্ষস্থানে রয়েছেন কে?
উত্তর :গৌতম আদানি
২৪.আত্মরক্ষার বিষয় হিসাবে পরমাণু হামলা অনুমোদন করলো কোন দেশ ?
উত্তর :উত্তর কোরিয়া
২৫.বিশ্বের প্রথম সংস্কার কেন্দ্র তৈরি করা হবে রাজস্থানের কোন জেলায়?
উত্তর :ঝুনঝুনু
MOCK TEST PART-1 CLICK HERE
Tags
GK