Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Current Affairs In Bengali | Current Affairs In Bengali 2022 | Current Affairs In Bengali PDF | Daily Current Affairs

Current Affairs In Bengali | Current Affairs In Bengali 2022 | Current Affairs In Bengali PDF | Daily Current Affairs 
Current Affairs In Bengali | Current Affairs In Bengali 2022 | Current Affairs In Bengali PDF | Daily Current Affairs


আমার প্রিয় শিক্ষার্থীগণ যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের উদ্দেশে এই ওয়েবসাইটে আপনারা প্রতি নিহত সঠিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সমস্যায় থাকেন এখানেই আপনারা পেয়ে যাবেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স । প্রতি বছর বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন Railway Group D | SSC CHSL | SSC CGL | SSC MTS| WBCS | WBP Constable| WBP SI | ICDS |RRB NTPC | WBP Abgari Constable ইত্যাদিতে পরীক্ষা দেওয়ার জন্য সাধারণ বিজ্ঞান গণিত, ইংরেজি ,ইতিহাস, ভূগোল, রিজনিং থেকে অনেক প্রশ্ন আসে তাই আমাদের সমস্ত বিষয় পড়তে হয় । তাই পরীক্ষার সাথে সাথে টেস্টও দিতে হয়। আমাদের এই ওয়েবসাইট সেই সুযোগ করে দিয়েছে মক টেস্টের মাধ্যমে উপরে লিংক এ ক্লিক করুন আর MOCK TEST এ অংশ গ্রহণ করুন

১. 2022 FIBA U-18 woman's Asian Basket Ball Championship কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তর: ব্যাঙ্গালোর।

২. সম্প্রতি কোন রাজ্য প্রথম education township তৈরি করা সিদ্ধান্ত নিল ?

উত্তর : উত্তরপ্রদেশ ।

৩. Central vigilance commissioner হিসেবে কে শপথ গ্রহণ করলেন ?

উত্তর: সুরেশ এন প্যাটেল ।

৪. OECD এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর: প্যারিস।

৫. কোন সালে 14 টি প্রধান ব্যাংক জাতীয়করন করা হয়েছিল ?

উত্তর: 1969

৬. কোন রাজ্যে সম্প্রতি তাঁতিদের কল্যাণে স্বনির্ভর নারি প্রকল্প চালু করেছে ?

উত্তর : আসাম ।

৭. ভারতীয় রেলের দীর্ঘতম মালবাহী ট্রেনের নাম কি ?

উত্তর: Super Vasuki

৮. কোন রাজ্য মিথিলা মাখনা জি আইটি ট্যাগ পেল ?

উত্তর : বিহার ।

৯. কোন কোম্পানি Asia's Best Employer Brand Award এ সম্মানিত করা হলো ?

উত্তর : NTPC

১০. কোন দেশের রাজ্যে পুলিশ president colours অ্যাওয়ার্ড পেলো ?

উত্তর: তামিলনাড়ু ।

১১. 2023 সালে 17 তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনু্ঠিত হবে ?

উত্তর : ইন্দোর ।

১২. ভারতীয় পার্লামেন্টের দুটি অধিবেশন এর মধ্যবর্তী সর্বাধিক সময়কাল কত ?

উত্তর : 6 মাস ।

১৩. কোন ভারতীয় নিত্য UNESCO Intangible Cultural heritage list এ মনোনীত হলেন ?

উত্তর : Garba

১৪. বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে তৈরি হতে চলেছে ?

উত্তর : মধ্যপ্রদেশ ।

১৫. ভারতের 49 তম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?

উত্তর : উদয় উমেশ ললিত ।

১৬.2022 SAFF Women's Championship কোন দেশ জয়লাভ করলো ?

উত্তর : বাংলাদেশ

১৭.কোন গুজরাটি ছবি 2023 অস্কারের জন্য মনোনীত হলো ?

উত্তর : Chhello Show

১৮.কোন রাজ্য সরকার রাজ্যের সরকারি ক্ষেত্রে রাজ্যের তপশিলি উপজাতির ( ST ) সংরক্ষণ 6 % থেকে বাড়িয়ে 10 % করলো ?

উত্তর : তেলেঙ্গানা

১৯.সম্প্রতি কোন দেশের রাজধানীর নাম পুনরায় নূর সুলতান থেকে আস্তানা হতে চলেছে ?

উত্তর :কাজাকিস্তান

২০.২০২২ আগস্ট মাসে রাশিয়াকে আতক্রম করে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হল কোনটি

উত্তর : সৌদি আরব

২১.কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট জেনারেল ' We Care ' কমিউনিটি পুলিশিং উদ্যোগ চালু করল ?

উত্তর :দিল্লি

২২.বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয় ?

উত্তর : 22 সেপ্টেম্বর

২৩.বিচারপতি টি রাজা কোন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন ?

উত্তর :মাদ্রাজ হাইকোর্ট

২৪.সুমন্ত কাঠপালিয়া কোন ব্যাংকের MD & CEO পদে নিযুক্ত হলেন ?

উত্তর : Indusland Bank

২৫.বিশ্ব আলজেইমার দিবস কবে পালিত হয় ?

উত্তর :21 সেপ্টেম্বর






Post a Comment

Previous Post Next Post