Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

পতিতালয়ের মাটি ছাড়া কেন তৈরি করা হয় না মা দুর্গার মূর্তি? কি রয়েছে কারণ

পতিতালয়ের মাটি ছাড়া কেন তৈরি করা হয় না মা দুর্গার মূর্তি? কি রয়েছে কারণ ! যার জন্য এখনও অনুসর করা হয় এই নিয়ম।

পতিতালয়ের মাটি ছাড়া কেন তৈরি করা হয় না মা দুর্গার মূর্তি? কি রয়েছে কারণ

বাঙ্গালীদের দুর্গাপূজো নিয়ে একটা আলাদা রকম অনুভূতি কাজ করে আর এই বাঙালির দুর্গা পুজো শুরু হতে আর একটা মাসের অপেক্ষা।সেপ্টেম্বর এর ৩০ তারিখ পড়ছে একটা মহাপঞ্চমী কিছু কিছু বাঙালি মানুষরা তো পুজোর কেনা কাটা শুরু করে দিয়েছে । তবে যে পুজো নিয়ে বাঙালিরা এত মেতে থাকে সেই পুজোর সম্পর্কে অনেক কিছুই জানে না বাঙালিরা । যেমন আপনি কি জানেন দুর্গা পুজোর সময় মা দুর্গার প্রতিমা তৈরি হয় কোন মাটি দিয়ে?? এবং কেনো ব্যাবহার করা হয় এই মাটি জানেন না তো , কোনো ব্যাপার নেই আজ আমরা এই বাংলা উৎকর্ষ ওয়েবসাইটে সব কিছু জানিয়ে দেবো-সঙ্গে থেকো । 

মা দুর্গা হচ্ছে পবিত্র এবং সুভদ্রতার প্রতীক কিন্তু খুব কম সংখ্যাক লোকেরাই জানেন যে তার মূর্তি তৈরি করা হয় অপবিত্র ও অশুচি এলাকার অর্থাৎ ব***** খানের মাটি দিয়ে । মা দুর্গা পুজো শেষ হওয়ার সাথে সাথে শিল্পীরা তৈরি করতে শুরু করে দেয় পরের বছরের জন্য দুর্গা মূর্তির কাজ।

পূজার কয়েক মাস আগে থেকে কুমোর পড়ার মৃথ শিল্পিরা খুব ব্যস্ত থাকেন তাদের কাদা মাখা হাতে জেগে ওঠে নির্ময় রূপে দেবী মা দুর্গা । প্রথমে এক মেটে তার দু মেটে থেকে তার ধাপে ধাপে ফুটে ওটে মা দুর্গার মূর্তি । তবে জানিয়ে রাখি মা দুর্গার মূর্তি তৈরি করতে ব***** খানের মাটি ছাড়া ব্যাবহার হয় পবিত্র গঙ্গা জল, গোমাতার মুত্র, গোবর, দানের শিশ ইত্যাদি আর সব গুরলোর মিশ্রণে তৈরি হয় দেবীর মূর্তি।

এই সব সামগ্রিক গুলোর মধ্যে পতিতালয়ের মাটি ব্যাবহার করে দেবী মূর্তির তৈরি করার পিছনে কারণ হলো পতিতালয়ের নারীদের এই সমাজে ভালো চোখে দেখা হয় না । তাদের ওপর জমে উটেছে বঞ্চনা ও অবগার পাহাড়। শাস্ত্ মতে পুরুষ মানুষ যখন কোনো পতিতালয়ে গিয়ে কোনো নারির সঙ্গে ঘনিষ্ঠ হয় তখন সেই পুরুষ তার সঞ্চিত পুণ্য সেখানেই ফেলে আসেন আর তারা ফেরত নিয়ে যায় পাপের বোঝা তাই মানব সম্প্রদায় বিশ্বাস করেন যেহেতু মানুষের মধ্যে কামনা বাসনা লালসা রয়েছে সেই গুলো ব***** রা নিজেদের মধ্যে নিয়ে নেই। আর এই ভাবেই তারা নিদের অশুদ্ধ অপবিত্র করে সমাজকে শুদ্ধ করে তোলেন। তার ফলে হাজার হাজার পুরুষের পুণ্যের ফলে পতিতালয়ের মাটি হয়ে ওটে পবিত্র। 

তাই সেই কারণে এই মাটি দিয়ে গড়ে তুলতে হয় মা দেবীর মূর্তি । এই আচার থেকে বোঝানো হয় নারী মায়ের জাতি নারী জন্যই পুরুষের জন্ম। নারীকে b***** বানায় পুরুষরাই তাই ওই পুরুষরায় অপবিত্র । মায়ের প্রতিমা তৈরি পতিতালয়ের মাটি দিতে হয় যাতে যারা এই পরিস্থিতির শিকার তাদের সম্মান করা হয়। নারী কখনো অপবিত্র হতে পারে না ।এই ধারণাটি লুকিয়ে থাকে এই রীতির আড়ালে । শরৎকালে হয় দেবীর অকাল বোধন। এই সময় মহামায়া ৯টি রূপে পূজিত হয় ।আর মায়ের নবম রূপটি হল পতিতালয়ের প্রতিনিধি। মনে করা হয় এই কারণে এই রীতির জন্ম হয়েছে।


এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটকে অনুসরণ করতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post