Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

ইলন মাস্ক ৩০শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে একটা অভিনব আবিষ্কার

ইলন মাস্ক ৩০শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে একটা অভিনব আবিষ্কার।

ইলন মাস্ক ৩০শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে একটা অভিনব আবিষ্কার

যা বাড়ির সমস্ত কাজ করবে এক নিমেষ ,সামনের মাসে আস্তে চলেছে ইলন মাস্কের সংস্থার রোবট। ৩০শে সেপ্টেম্বর দেখা মিলবে টেসলা কোম্পানির নবনির্মিত রোবটের। আমেরিকা একটা সম্মেলনে এই কথা ঘোষণা করে আমেরিকার ধন কুবের টেসলা কর্তা ইলন মাস্ক । রোবটটি দেখে চমকে যাবেন দাবি তার।

রোবটের বিবরণ :

রোবটের উচিত ৫ ফুট ৮ ইঞ্চ ও ওজন ৫৬ কিলোগ্রাম এর কিছু টা বেশি। রোবটি চালিত হবে অত্যাধুনিক কম্পিউটার দ্বারা। একটা কৃত্রিম মেধার ব্যাবহার করা হয়েছে । থাকবে বিভিন্ন ধরনের সেন্সর যারা দ্বারা চিনে নিতে পারবে কাছে থাকা নানান জিনিসপত্র। রোবট টি মাথায় ২০ কেজির জিনিস মাথায় নিয়ে ৫ মাইল প্রতি ঘণ্টায় বেগে হাঁটতে পারবে বলেও খবর টেসলা সূত্রে। 

ইলন মাস্ক জানিয়েছেন যে এই রোবট আমাদের বাড়ির নিত্যনতুন কাজ খুবই অনায়াসে করতে পারবে। এই ধরনের কাজ কর্ম করার জন্য থাকবেন বিশেষ ধরনের ক্যামেরাও । 

আমরা ইলন মাস্কের এই অভিনব আবিষ্কার কে সাগতম জানায় । আশা করি আমাদের ভারতেও এই রকম রোবটের দেখা মিলবে যার ফলে আমাদের দৈনন্দিন জীবনের কাজের অনেক সুবিধা হবে ।


এই রকম নতুন নতুন খবরে আপডেট পেতে আমাদের আমাদের এই ওয়েবসাইটক অনুসরণ করতে ভুলবেন না ।


Post a Comment

Previous Post Next Post