Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

কীভাবে একজন ED অফিসার হওয়া যায়

কীভাবে একজন ED অফিসার হওয়া যায়, কত টাকা বেতন আর কি কি ক্ষমতা থাকে এই সবকিছুই জানবো আমাদের এই ওয়েবসাইটে।

কি ভাবে একজন ED অফিসার হওয়া যায়

রাজ্য তথা দেশজুড়ে এখন বড্ড বেশি  খবরে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED । বাংলায় ইতি মধ্যে ধরা পড়েছে বিশাল কারচুপি বৃহৎ বড়ো SSC স্ক্যামে পর্দা এরাই ফাঁস করেছে । তাই এই মুহূর্তে বিশাল ভাবে খবরে রয়েছে এরা। ED এর এই কর্ম কান্ড থেকে বহু তরুণ তরুণী চাইছে ED তে যোগ দিতে কিন্তু কি ভাবে যোগ দেবে চলুন জেনে নেওয়া যাক এই পক্রিয়া।

ED অর্থাৎ (ED Full form) ENFORCEMENT DIRECTORATE একটি আর্থিক তদন্ত কারি সংস্থা । প্রতি বছরই এখানে বিপুল মরিমানে লোক নেওয়া হয়।কিন্তু সেই প্রক্রিয়া মোটেও সহজ নয়। ইচ্ছুক পরীক্ষার্থী একটা জটিল পরীক্ষা মধ্য দিয়ে যেতে হয়। আপনিও যদি পরীক্ষা দিয়ে নির্দিষ্ট স্থান দখল করতে পারেন তাহলে আপনিও একজন ED অফিসার হতে পারবেন। 

ED এর প্রধান কাজ কি ? 

ED প্রধানত আর্থিক দুর্নীতির ব্যাপারে দেখে থাকেন , ব্ল্যাক মানি, মানি লন্ডারিং, না আয়ের চেয়ে বেশি সম্প্রতি থাকায় তদন্ত করে থাকেন। কোন জায়গায় আর্থিক তৎসুক শুরু হলে তারা শুরু করে নিজেদের তদন্ত ।

কি কি বিষয়ে কাজ করে ED?

টাকা-পয়সার লেনদেন ব্যাপারে সমস্ত কিছু তদন্ত করে থাকেন ED ভারতের কোথাও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনের উলঙ্গন হলে তদন্ত করে থাকেন ED । ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনে উলঙ্গন হলে দোষী দের উপযুক্ত শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দায়িত্ব থাকে ED এর কাঁধে। কোনো ভারতী ভারতের বাইরে সম্পত্তি কিনলে সেই দিকেও নজরদারি করে থাকেন ED।

ED এর মুখ কার্যালয় কোথায় কোথায় অবস্থিত?

ED এর প্রধান কার্যালয় অবস্থিত রয়েছে দিল্লিতে। তবে সারা দেশে কাজের সুবিধার্থে আরোও পাঁচটি রিজিওনাল অফিস রয়েছে দেশ জুড়ে। এই অফিসগুলি হল দিল্লি, মুম্বাই ,চেন্নাই, কলকাতা এবং চন্ডিগড়।

কি ভাবে হবেন একজন ED অফিসার?

আপনি দুই ভাবে হতে পারবেন একজন ED অফিসের।এই গুলো হলো সরাসরি SSC,CGL পরীক্ষার মাধ্যমে আর কেন্দ্র সরকারের কোন অফিসার রেঙ্ক কে চাকরি পদ উন্নতির মাধ্যমে।

ED তে চাকরি করার কি যোগ্যতা রয়েছে?

সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোন কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে। আপনাকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এর সঙ্গে ED অফিসার হওয়ার জন্য মানুষকে চালাক এবং বুদ্ধিমান হতে হয় এবং মানুষকে বোঝার ক্ষমতা রাখতে হয়।

কিভাবে ED পরীক্ষা নিয়োগপত্র হবে?

SSC,CGL এর নিয়োগ প্রক্রিয়া হয় তিনটি ধাপে যেগুলি হয় টায়ার 1 পরীক্ষা ২০০ নম্বরের। টায়ার 2 পরীক্ষা ২০০ নম্বরে এবং টায়ার 3 পরীক্ষা ১০০ নম্বরের। আবার আপনি এইসব ধাপে উত্তীর্ণ হলও যে একজন ED অফিসার হয়ে যাবেন তা একবারও নিশ্চিত নেই। ED অফিসার হওয়ার জন্য আপনাকে উপযুক্ত নাম্বার এবং র‍্যাঙ্ক হাসিল করতে হবে।

কত বেতন ED অফিসারদের?

ED অফিসারদের বেতন ৬০ হাজার থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে।

ED তে চাকরি পাওয়ার বয়সসীমা কত?

ED তে চাকরি পেতে গেলে ২০ থেকে ২৭ বছর বয়স হতেই হবে। তবে SC, ST শ্রেণীর বয়সে উর্ধ্বসীমায় ৫ বছর এবং OBC শ্রেণীর ৩ বছর ছাড় পায় যায়।

এই রকম গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে আমাদের এই ওয়েবসাইটকে অনুসরণ করতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post