ধনী হতে চাইলে এই 4টি কথা কাউকে বলবে না | how to became rich | বড়লোক কি ভাবে হওয়া যায়। ধনী হওয়ার সহজ উপায়। 4 habits rich people never have
ধনী কে না হতে চাই,কিন্তু কেউ সঠিক পথ টা জানে না ,যদি আপনি ধনী হতে চান ,অনেক বেশি টাকা রোজগার করতে চান তাহলে আমাদের এই আর্টিকেল টি আপনার জন্য,এই আর্টিকেল আমি বলেতে চলেছি 4 টি কারণ যেটা আপনাদের কখনো করা উচিত নয়। নিচের দেওয়া 4 টি কারণ যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই ধনী হবেন ।
ধনী হতে গেলে যে 4টি কাজ আমাদের করা উচিত নয় টা হলো :-
১) সবার প্রথমে যে কথা টা বলতে চাই যে আপনি কখনো কাউকে বলবেন না যে আপনি কত টাকা রোজগার (INCOME) করেন বা আপনার কাছে কত টাকা সেভিং আছে ।
যদি আপনি বলেদেন যে আপনি কত টাকা রোজগার করেন । তাহলে এটি হলে একটি Human Nature কেউ কাও কে তার থেকে এগিয়ে যাওয়া দেখতে পারে না, তখন তোমার বন্ধু তোমার আত্মীয়-স্বজন তোমাকে ছোট্ট দেখানো চেষ্টা করবে।আপনার পিছন পিছন আপনার ব্যাপারে খারাপ কথা বলবে Demotivate করার চেষ্টা করবে আর আপনার যতটা ক্ষতি করা যায় তার চেষ্টা করবে যাতে আপনি তাদের থেকে বেশি এগিয়ে যেতে না পারেন ।
এছাড়া এমন কিছু লোক আছে যারা আপনার কাছে আসবে আর আপনাকে প্রলোভন দেখিয়ে টাকা ধার চাইবে ,আর আপনি তাদের মানাও করতে পারবেন না ,তাদের এক বার টাকা ধার দিলে তার সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হতে লাগবে , সে একবার টাকা ধার নিলে আর দিতে চাইবে না । কারণ টাকা দেওয়া টা সহজ কিন্তু টাকা ফেরোদ পাওয়াটা খুব কঠিন। তাই কাও কে বলবেন না আপনার কাছে কত টাকা আছে বা কত টাকা Income করেন।
২) ধনী হতে চাইলে কখনো নিজের টাকা নষ্ট করবেন না যদি আজ যদি আপনি টাকা নষ্ট করেন তাহলে পরবর্তী সময় ওই টাকায় আপনাকে নষ্ট করে দেবে।
বেশি বিলাসিতা দেখবেন না ,যদি ধনী হতে চান যতটা প্রয়জন ততটা টাকা ব্যাবহার করা উচিত। আমি মোটেও বলছি না যে বিলাসিতা জমা ,কাপড়, খাবার দাবার নেওয়া উচিত না ।কিন্তু আমি বলতে চাই মানুষ হয় অভ্যেস এর দাস যার বিলাসিতা অভ্যেস হয়ে গেছে সে কখনো ধনী হতে পারবেন না তাই ধনী হতে গেলে বিলাসিতা অভ্যেস ত্যাগ করতে হবে।
৩) যদি কখনো ভাবেন আপনি বিজনেস করবেন বা বিজনেস করার পরিকল্পনা নিচ্ছেন তাহলে, আপনি কখনো সেই পরিকল্পনা কারও সঙ্গে শেয়ার করবেন না হয়তো আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে আপনি বিজনেস আইডিয়া শেয়ার করলেন তারা আপনার আগেই সেই ব্যাবসা শুরু করে দিলে আপনি আর ধনী হতে পারবেন না। তাই আপনার বিজনেস আইডিয়া কে কারও সঙ্গে শেয়ার করবেন না।
৪) যদি আপনি ধনী হতে চান তাহলে টাকা Saving এর পাশাপাশি নির্ভয়ে Invest করা শিখতে হবে। যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত পথে আর্গর হতে পারে। ও আপনি যাতে ধনী হতে পারেন ।
Investment করার জন্য বেশ কিছু Mutual fund Investment App পেয়ে যাবেন এখানে খুব সহজে ইনভেস্ট করতে পারেন।
বন্ধুরা আপনাদের এই আর্টিকেল টি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ব্লগটি অনুসরন করতে ভুলবেন না। আপনার Bookmark করে রাখতে পারেন আরও নতুন কিছু শিখতে জানতে ।