Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 9 Bengali 2022 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৯ বাংলা জানুয়ারী ২০২২ পার্ট ১

Model Activity Task Class 9 Bengali 2022 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৯ বাংলা  জানুয়ারী ২০২২ পার্ট ১


Model Activity Task Class 9 Bengali 2022 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৯ বাংলা  জানুয়ারী ২০২২ পার্ট ১

প্রিয় ,ছাত্রছাত্রীরা করোনা পরিস্থিতি কে কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছে যাতে আপনারা বাড়িতে বসে সেই গুলো সমাধান করে  স্কুল খুলে নিয়ে যাবেন , যদি কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে সংশয় থেকে থাকে তাহলে আমাদের এই  ব্লগটি অনুসরণ করতে পারেন আশা করি উপকৃত পাবেন।

Class 9, Class 9 Model Activity Task January 2022, January 2022 Part 1 Model Activity Task, Model Activity Task / January 2022, 2022/2022 model activity task Class 9 Model Activity Task 2022 Part 1. January 2022  \model activity task model activity 2022, model activity task. model activity task answer, model activity task answer pdf download .


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণি

বাংলা (প্রথম ভাষা)

পূর্ণমান : ২০

১.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘অম্বিকামঙ্গল গান শ্রী কবিকঙ্কণ। অম্বিকা’ হলেন -

(ক) দেবী লক্ষ্মী

(খ) দেবী মনসা

(গ) দেবী চণ্ডী

(ঘ) দেবী শীতলা

উত্তর: (গ) দেবী চণ্ডী

১.২ ‘সঘনে চিকুর পড়ে বেঙ্গা - তড়কা বাজ’। এক্ষেত্রে ‘চিকুর’ শব্দের অর্থ –

(ক) চুল

(খ) আকাশ

(গ) বিদ্যুৎ

(ঘ) বৃষ্টি

উত্তর: (গ) বিদ্যুৎ

১.৩ যাঁর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস, তিনি হলেন –

(ক) ব্যাসদেব

 (খ) জৈমিনি

(গ) দেবী চণ্ডী

(ঘ) গজরাজ

উত্তর:  (খ) জৈমিনি

২. কমবেশি ২০টি শব্দে উত্তর লেখাে :

২.১ ‘দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। – কেন এমন পরিস্থিতি হয়েছিল?

উত্তর: কবি মুকন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি  ' কবিতা থেকে উদ্ধতাংশটি সংগৃহিত হয়েছে। কলিঙ্গদেশের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যাওয়ায় দিনের বেলাতেই যেন রাতের আঁধার নেমে আসে , যার ফলে প্রজারা নিজের অঙ্গ দেখতে পাই না। 

২.২ ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।– প্রজারা কোন বিপাকে পড়েছিল ?

উত্তর: কবি মুকন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি  ' কবিতায়  কলিঙ্গদেশে প্রচন্ড ঝড়ের দাপটে প্রজারা আত্নগগ্রাস্ত হয়ে প্রাণ রক্ষার্থে ভবন ছেড়ে বেরিয়ে গেলো। 'রড় ' শব্দের অর্থ 'ছুট ' বা 'দৌড় '.

২.৩ কলিঙ্গদেশে একটানা কতদিন বৃষ্টি চলেছিল?

উত্তর: কবি মুকন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি  ' কবিতায়  কলিঙ্গদেশে নিরন্তন সাতদিন বৃষ্টি চলেছিল। 

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম বেশি ৬০ টি শব্দে উত্তর লেখো। 

৩.১ ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। - ‘চারি মেঘ’ বলতে কী বােঝ? ‘অষ্ট গজরাজ’-এর পৌরাণিক অনুষঙ্গটি কী?

উত্তর: কবি মুকন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি  'প্রদ্যাংশে চার প্রকার মেঘ জল দেয়। পুরান মতে সেই সেই চার প্রকার মেঘ হলো - সম্বর্ত ,আবর্ত ,পুষ্কর,প্রোন। পুরান মতে অষ্টগোজরাজ হলো - ঐরাবত ,পুন্ত্ররিক ,বামন,কুমুদ,অঞ্জন,পুষ্পদত্ত ,সর্বভোম ও সুপ্রতীক।  ক বিটা অনুসারে বলা যায় অষ্টগোজরাজ চার মেঘের সহায়তায় কলিঙ্গদেশ জলমগ্ন হয়ে পরে। 

৩.২ ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। – কোন্ প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে?

উত্তর: কবি মুকন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি  ' কবিতা থেকে উদ্ধতাংশটি সংগৃহিত হয়েছে। 
 কলিঙ্গদেশে  হঠাৎ ঘনিয়ে আসে প্রাকৃতিক বিপর্যয় শিলাবৃষ্টি ও হয়েছিল। বড়ো বড়ো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পরে ছিল। একেই কবি আলোচ্য উপমার দ্বারা বুঝিয়েছেন এবং কলিঙ্গ রাজ্যে ঘটে যাওয়া প্ৰাকৃতিক দূর্যোগের বর্ণনা ও তার ভয়ঙ্কর পরিণীতির ছবি ফুটিয়ে  তুলেছেন। 

৩.৩ ‘চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশে বীর হনুমান কী করেছিল?

উত্তর: উদ্ধতাংশটি কবি মুকন্দ চক্রবর্তী রচিত ' কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি  ' পদ্যাংশ থেকে সংগৃহিত আলোচ্য উদ্ধতাংশটিতে কবি বলেছেন ,দেবী চন্ডির আদেশে পেয়ে বীর হনুমান লংকাদাহনের মতোই ধ্বংস সাধনের ব্রতী হয়েছেন। তিনি প্রবল পরাক্রমে কলিঙ্গ রাজ্যে মঠ অট্টলিকা ভেঙে তছনছ করতে থাকেন। 

৪. কম-বেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কীভাবে ফুটে উঠেছে, তা আলােচনা করাে।


উত্তর: কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা 'অন্নদামঙ্গল' কাব্যের আখেটিক খন্ড থেকে 'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশটি নেওয়া  হয়েছে।এই কাব্যাংশটিতে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের যে ছবি তুলে ধরা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের ছবি: কলিঙ্গদেশ ঘন মেঘে ঢেকে যায়, ঈশান কোণে ঘন কালাে মেঘে আকাশ ঢেকে যায় ঘন ঘন বিদ্যুতের চমকানিতে কলিঙ্গের প্রজারা নিজেদের চেহারা
দেখতে পায় না। গুরুগম্ভীর মেঘের গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।টানা সাতদিন ধরে প্রবল বর্ষণে কলিঙ্গদেশ জলে ভেসে যায়।

বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। প্রজারা ভয়ে আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা দেয়। চারপাশের সবুজ প্রকৃতি ধুলায় মলিন হয়ে যায়। ঝড়-বৃষ্টির দাপটে সমস্ত শস্য নষ্ট হয়ে যায় মুষলধারায় বৃষ্টি দেখে মনে হয়, আট দিকের আটটি হাতি যেন কলিঙ্গদেশকে জলে ভাসিয়ে দিতে চায়'চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।' জল ও স্থল মিশে একাকার হয়ে গেছে, মানুষ পথ খুঁজে পায় না। ঘন মেঘের অন্ধকারে চারিদিক এমন হয়ে গেছে যে, সকল দিন ও রাত্রির ভেদাভেদ মুছে গেছে।

প্রজারা বিপদ থেকে পরিত্রাণ পেতে ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে। সাপের আশ্রয়স্থল জলে ভরে যাওয়ায় সাপ গর্ত ছেড়ে বেরিয়ে চারিদিকে ভেসে বেড়ায়। প্রবল বৃষ্টিপাতে প্রজাদের ঘরবাড়ি, শস্য নষ্ট হয়ে যায়। প্রবল ঝড়ে মঠ, অট্টালিকাও ভেঙে পড়ে। পর্বতের সমান বড় বড় ঢেউ উঠে ঘরবাড়ি সব ধুলিস্যাৎ করে দেয়। প্রজারা এই চরম প্রাকৃতিক বিপর্যয়ে অত্যন্ত দুর্বিপাকে পড়ে। সাতদিন ধরে চলে এরূপ প্রাকৃতিক তান্ডব। নিরুপায় হয়ে কলিঙ্গের মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়।


সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য নিচে লিংক  এ ক্লিক (CLICK) করুন 

CLASS 3 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 3 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 4 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 4 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 5 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 5 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 6 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 6 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 7 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 7 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 8 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 8 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 9 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 9 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 10 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 10 ALL SUBJECT PART 1 JANUARY




Post a Comment

Previous Post Next Post