Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Poems on Women's Day in Bengali | নারী দিবস উপলক্ষ্যে কিছু কবিতা


নারী এই জগতের  একটি অন্যতম অঙ্গ আমাদের জীবনে , কখনো নারী মা হয়ে আমাদের এই জগতে নিয়ে আসে , আবার কখনো সেই নারী বোন বা দিদি হিসাবে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মানুষ  হয়ে ওঠে ,,  পরে যে নারীর আবির্ভাব হয় আমাদের বাস্তব জীবনে সেই নারী ,মার একটা প্রতি রূপ বলতে পারেন। যিনি আমাদের অর্ধাঙ্গিনী।

 

Poems on Women's  Day in Bengali | নারী দিবস উপলক্ষ্যে কিছু কবিতা

তাই মা বা নারী লেখা কিছু কবিতা শোনাতে চাই , একটু আপনাদের গুরুত্বপূর্ণ সময় অপচয় করে কবিতাটা শুনুন আশা করি  খারাপ লাগবে না।  


[ ৮ মার্চ নারী দিবস । Women's day 8 March ]


আমার মা 

জন্ম নিয়ে নয়ন মেলে দেখেছি আমি যারে,

সারাজীবন কখনও আমি ভুলব নাকো তারে।

কথা বলতে শিখে আমি ডেকেছি প্রথম যারে,

সে যে আমার জননী, সেই যে আমার মা।

শিশুকালে খেলতে গিয়ে পড়েছি আছাড় খেয়ে,

কে সে যেন ছুটে এসে, ধরেছে যেন আমারে।

স্নেহের হাত বুলিয়ে নিয়েছে কোলে তুলে,

সে যে আমার জননী, সেই যে আমার মা।

কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে শিক্ষা,

অভিমানে বেরিয়ে গেলে কে করেছে প্রতীক্ষা।

আজ আমি দশ ক্লাসে পড়ে পাচ্ছি যে শিক্ষা,

কার কাছেতে হয়েছে আমার হাতেখড়ির দীক্ষা।

সে যে আমার নয়নমণি, সেই যে আমার মা,

আমার মা, তােমার মা, মা সবারই সমান

তাই সবারই করা উচিত যুগ যুগ ধরে মায়ের প্রণাম।




নারীকথা


দুর্বল বলে ভাবিস যাদের একটু ধৈর্য ধর,

মনের ভাবনা বদলে যাবে,

বুঝবি বিয়ের পর।

কন্যাভ্রণ হত্যা করিস,

বিবেক কোথায় থাকে?

নারী যদি নাই বা রয়

মা বলবি কাকে ?

বিবেক-বুদ্ধি লােপ পেয়েছে

স্বার্থপরতার গ্রাসে

ইজ্জতটাও হচ্ছে বিলীন,

মাসের পর মাসে।

ছেলে বলে মহান ভাবিস

ছেলের জন্ম দিস,

সবই তাে নারীর দান,

তুই কী করিস?

বাসনাগুলি রাখবি কোথায়

নারী শেষ হলে ?

দিনরাত্রি ঝাপসা হবে,

ভাসৰি চোখের জলে।

হাজার কেঁদেও কুল পাবি না

দিনটা শীঘ্রই আসবে,

ওরে পাগল, সেই দিন তােকে,

নারী ছাড়া কে ভালােবাসবে?



নারীর সম্মান

শক্ত হয়ে চলবাে,
সত্যি কথা বলবাে,
সবার প্রথম হবাে,
দেশের মান বাঁচাবাে।

শিকল ভেঙে এগিয়ে চলবাে,
মুক্তির জন্য লড়বাে,
ঘুমিয়ে আছে যে প্রতিজ্ঞা
তাকে জাগ্রত করবাে।

সফল আমরা হবাে,
নারীর সম্মান বাড়াবাে,
আমরা পারি সবকিছু
সেটা প্রমাণ করবাে।

শক্তিতে পুরুষ-নারী দুজনেই সমান,
শ্রে করাে না তােমরা এই বিবাদ,
নিয়াে না আমাদের স্বাধীনতা ও শান্তি
দিয়াে না এই যন্ত্রণা,
কষ্টে এই কথা বলছি।

ভােলাে আমাদের নরক থেকে
স্বর্গে আমাদের ওঠাও।

যদি দাও তােমাদের আশীর্বাদ
গড়বাে আমরা দেশের ভবিষ্যৎ।



                " যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে ,তাহলে এই ব্লগটি অনুসরণ করতে ভুলবেন না "

Post a Comment

Previous Post Next Post