Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 4 Environment Science Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ পরিবেশ ও বিজ্ঞান পার্ট ৭ অক্টোবর ২০২১

Model Activity Task Class 4 Environment Science Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৪ পরিবেশ ও বিজ্ঞান পার্ট ৭ অক্টোবর ২০২১


Model Activity Task Class 4 Environment Science Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৪ পরিবেশ বিজ্ঞান পার্ট ৭ অক্টোবর ২০২১

১. ঠিক উত্তর নির্বাচন করাে:

১.১ সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের

(ক) উত্তর-পূর্ব দিকে

(খ) দক্ষিণ-পূর্ব দিকে

(গ) উত্তর-পশ্চিম দিক

(ঘ) দক্ষিণ-পশ্চিম দিকে

উত্তর:- (ক) উত্তর-পূর্ব দিকে

১.২ মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হলাে-

(ক) লােহা

(খ) ব্রোঞ্জ

(গ) তামা

(ঘ) পিতল

উত্তর:- (গ) তামা

১.৩ নৌকা চালানাের সময় গাওয়া হয়--

(ক) বাউল গান

(খ) ভাদু গান

(গ) টুসু গান

(ঘ) সারি গান

উত্তর:- (ঘ) সারি গান

২. ঠিক বাক্যের পাশে'✓'আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন হাও:

২.১ চাদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা।

উত্তর:- ভুল

২.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।

উত্তর:- ঠিক

২.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।

উত্তর:- ঠিক

৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও-র অবদান উল্লেখ করাে।

উত্তর:- বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজেই তৈরি করে ফেলেন একটা দূরবিন। তার সাহায্যেই পৃথিবী থেকে অনেক দূরের বৃহস্পতি গ্রহকে তিনি দেখতে পান। আরও দেখতে পান বৃহস্পতি গ্রহের বারােটার মধ্যে চারটি উপগ্রহকে। গ্যালিলিও-ই প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতােই অসমান গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু।

৩.২ দৈনন্দিন জীবনে নানারকম ‘টুল’-এর সাহায্য নেওয়া হয় কেন?

উত্তর:- টুল অর্থাৎ যন্ত্রপাতি দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ। যেমন লগি বা আঁকশি একটা টুল। তা দিয়ে গাছে না উঠেই সহজে ফল পেড়ে নেওয়া যায়। ছুরি দিয়ে সহজেই ফল ও শাকসবজি কাটা যায়। চামচের হাতল দিয়ে সহজেই টিনের কৌটোর ঢাকনা খােলা যায়। অর্থাৎ যেকোন কাজকে সহজে করে নেওয়ার জন্যই এই টুল ব্যবহার হয়।

৩.৩ “কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে”—উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।

উত্তর:- কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে। যেমন দার্জিলিং-এর মানুষেরা চা পাতা তৈরির কারখানায় কাজ করেন, অনেকে পর্যটকদের ঘােরান। আবার বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করেন। নদী বা সমুদ্রের আশেপাশে থাকা মানুষেরা মাছ ধরা, চিংড়ির মীন সংগ্রহ, নৌকা তৈরি ইত্যাদি কাজ করেন।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১ “আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানারকম পরিবর্তনের সূচনা করে”—বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।

উত্তর :- আগুন আবিষ্কারের ফলে আদিম মানুষেরা ঠান্ডার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছিল। তারা কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে খাবার ঝলসে খেতে শুরু করল। আগুনে ঝলসানাের ফলে খাবারের জীবাণু মরে যেত, আর সেগুলাে হজম করাও সহজ হতাে। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু হল। এছাড়াও মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতা।



Post a Comment

Previous Post Next Post