Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task 2021 Class 4 Environment Part 6|| মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 4 পরিবেশ পার্ট 6||

Model Activity Task 2021 Class 4 Environment Part 6|| মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 4 পরিবেশ পার্ট 6|| 
Model Activity Task 2021 Class 4 Environment Part 6|| মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 4 পরিবেশ পার্ট 6||

১. শূন্যস্থান পূরণ করাে :

১.১ পৃথিবীর________হলাে চাদ।

উত্তর:- উপগ্রহ

১.২ তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলাে________।

উত্তর:- পেট্রোল

১.৩ ভারতের________গুহাচিত্র দেখতে পাওয়া যায়।

উত্তর:- অযোধ্যা

২.বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মৃৎশিল্প

(ক) পুরুলিয়া

২.২ ছৌ নাচ

(খ) দার্জিলিং

২.৩ সিল্কের শাড়ি

(গ) কৃষ্ণনগর


          (ঘ) বিষ্ণুপুর

উত্তর:- 

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মৃৎশিল্প

(গ) কৃষ্ণনগর

২.২ ছৌ নাচ

(ক) পুরুলিয়া

২.৩ সিল্কের শাড়ি

(ঘ) বিষ্ণুপুর


(খ) দার্জিলিং

    


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ আগেকার দিনের মানুষ নানা পশুকে পােষ মানিয়েছিল কেন?

উত্তর :-  আগেকার দিনের মানুষ নানা পশুকে পােষ মানিয়ে ছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে পশুকে পােষ মানালে অনেক সুবিধা আছে। সারা বছর ধরে মাংস, দুধ, ডিম আর চামড়া পাওয়া যাবে। এছাড়াও মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পােষ মানাতে শিখেছিল।

৩.২ অমাবস্যায় চালকে দেখতে পাওয়া যায় না কেন?

উত্তর:- আমরা জানি চাঁদের নিজস্ব কোন আলাে নেই, সূর্যের আলােয় আলােকিত হয়। চাঁদের দিকে তাকালে চাঁদের যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলাে সেই পিঠে পড়ে না। আলাের অভাবে সেই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টোপিঠে তখন সূর্যের আলাে পড়ে, কিন্তু চাঁদের সেই আলােকিত পিঠ আমাদের চোখের সামনে থাকে না। তাই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১ “বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে” -- বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।

উত্তর:- বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধা:
১) জলপথে আসা -যাওয়া করা যায়।
২)মাছ চাষ ও মাছ ধরা যায়।
৩) খুব সহজেই ক্ষেতের জলের প্রয়ােজন মেটানাে যায়।
৪) তাছাড়াও রান্না করা, স্নান করা, কাপড় কাচা, ইত্যাদি কাজে প্রয়ােজনীয় জলের যােগান পাওয়া যায়।

Click here√Model Activity Task class 4 Bengali (Part 6)

Click here√Model Activity Task class 4 English (Part 6)

Click here√Model Activity Task class 4 Health and Physical education






সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য নিচে লিংক  এ ক্লিক (CLICK) করুন 

CLASS 3 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 3 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 4 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 4 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 5 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 5 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 6 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 6 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 7 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 7 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 8 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 8 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 9 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 9 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 10 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 10 ALL SUBJECT PART 1 JANUARY

 

Post a Comment

Previous Post Next Post