Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

MCQ Adaptation Package class 5 ||বহুবিকল্পভিত্তিক প্রশ্ন শ্রেনী ৫ ||Bahubikalpa Proshno class 5

MCQ Adaptation Package class 5 ||বহুবিকল্পভিত্তিক প্রশ্ন শ্রেনী ৫ ||Bahubikalpa Proshno class 5

MCQ Adaptation Package ||বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ||Bahubikalpa Proshno
ভাগ ১-নীচে দেওয়া অংশটি পড়াে :
প্রৌঢ় বয়সে বিদ্যাসাগর মহাশয় তার নিজের রচিত বাংলা ও সংস্কৃত শেখার জন্য বইগুলি মুদ্রিত ও বিক্রয় করে অনেক টাকা উপার্জন করেন। তাঁর মৃত্যুর পূর্বে প্রায় বিশ বৎসর তিনি বার্ষিক তিরিশ হাজার টাকা আয় করেন এইভাবে। কিন্তু সে টাকা সমস্তই ছেলেমেয়েদের ইস্কুল, মেট্রোপলিটন কলেজ (এখন তার নাম বিদ্যাসাগর কলেজ), সমাজের মঙ্গলের জন্য বিধবাবিবাহ আইন সিদ্ধ করার আন্দোলন, দুর্ভিক্ষ ও মহামারীতে নিজের আহার্য দিয়েও চিকিৎসা করে লোক বাঁচানাে, এই ব্যাপারে খরচ হয়ে যেত। বাড়ির লােকের জন্য ব্যবস্থা ছিল মােটা ভাত মােটা কাপড়ের, যা তিনি নিজেও চিরকাল নিজের জন্য ব্যবস্থা করেছিলেন।

নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গােল দাগ দাও।

1. বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করে

A) যুবক বয়সে

B) প্রৌঢ় বয়সে

C) বৃদ্ধ বয়সে

D) অতি বৃদ্ধ বয়সে

উত্তর:- B) প্রৌঢ় বয়সে

2. বই বিক্রি করে জীবনের শেষভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল

A) দশ হাজার টাকা

B) কুড়ি হাজার টাকা

C) তিরিশ হাজার টাকা

D) চল্লিশ হাজার টাকা

উত্তর:- C) তিরিশ হাজার টাকা

3. এখনকার বিদ্যাসাগর কলেজ’ এর আগের নাম ছিল

A) মেট্রোপলিটন কলেজ

B) সিটি কলেজ

C) রিপন কলেজ

D) সেন্ট স্টিফেনস্ কলেজ

উত্তর:- A) মেট্রোপলিটন কলেজ

4. বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ-সংস্কার আন্দোলন যুক্ত

A) সতীদাহ প্রথা রদ

B) কৃষকদের খাজনা রদ

C) বিধবাবিবাহ আইনসিদ্ধ করা

D) পর্দাপ্রথার অবসান

উত্তর:- C) বিধবাবিবাহ আইনসিদ্ধ করা

5. ‘মােটা ভাত মােটা কাপড়' কথাটি যা বােঝায়

A) অত্যন্ত দারিদ্র্য

B) বিলাসিতাহীন জীবন কাটানাে

C) অত্যন্ত কৃপণতা

D) অত্যন্ত বগুনা

উত্তর:- B) বিলাসিতাহীন জীবন কাটানাে

নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গােল দাগ দাও।

ভাগ ২ - নীচে দেওয়া অংশটি পড়াে :

শুধু দুধ ভাত নয়, মাছে-ভাতে বাঁচার স্বপ্নও বাঙালি দেখেছে তার জীবন-যাপনের গােড়ার দিনটি থেকে। ভাতের সঙ্গে মাছের নানান পদ, নিদেনপক্ষে এক আধ টুকরাে, বাঙালির নিত্য অভ্যাসে। নেমন্তন্নে রুই-কাতলা খাওয়ানাের রেওয়াজ ছিল বাঙালি পরিবারগুলিতে। গােয়াল ভরা গােরু, গােলা ভরা ধান, পুকুর ভরা মাছ—এ সবই এখন বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপকথা। তবু মাছ-ভাত আজও প্রায় সর্বস্তরের বাঙালির মূল খাদ্য। সর্ষে বাটা দিয়ে মাখাে মাখাে বােয়াল, ফুলকপি দিয়ে ভেটকি, কই, মৌরলার অম্বল, বাটার পাতলা ঝােল, মুলাে দিয়ে বড় শােল মাছ রান্না যাঁরা আবিষ্কার করেছিলেন, তাঁরা কি এই পৃথিবীর মানুষ ছিলেন? নাকি কোনাে স্বর্গের বাসিন্দা? সন্দেহ জাগে।

6. দুধ-ভাতের মতােই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখেছে

A) ডাল-ভাতে

B) হাসি-কান্নায়

C) ডালে-ফলে

D) মাছে-ভাতে

উত্তর:- D) মাছে-ভাতে

7. নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল

A) দুধ-ঘােল খাওয়ানাে

B) রুই-কাতলা খাওয়ানাে

C) অতিথিকে পান-সুপুরি দেওয়া

D) অতিথিকে উপহার দেওয়াl

উত্তর:- B) রুই-কাতলা খাওয়ানাে

8. এখনকার বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপ কথা

A) গােয়াল ভরা গােরু

B) গােলা ভরা ধান।

C) পুকুর ভরা মাছ

D) সবকটিই

উত্তর:- D) সবকটিই

9. ফুলকপি দিয়ে রান্না হতাে

A) বাটা মাছ

B) মৌরলা মাছ।

C) ভেটকি মাছ

D) বােয়াল মাছ

উত্তর:- C) ভেটকি মাছ

10. যাঁরা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ যাদের

A) সেকালের দাপুটে জমিদাররা

B) মাছ-ভরা পুকুরের মালিকরা

C) সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা

D) অনুষ্ঠান বাড়ির কর্তারা

উত্তর:- C) সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা

নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গােল দাগ দাও।

ভাগ ৩ - নীচে দেওয়া অংশটি পড়াে :

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্র/ছাত্রীদের প্রদত্ত সুযােগ সুবিধা

MCQ Adaptation Package ||বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ||Bahubikalpa Proshno

11. ‘সবুজসাথী’ প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয়

A) বিদ্যালয়ের পােশাক

B) পাঠ্যপুস্তক

C) মধ্যাহ্নকালীন আহার

D) সাইকেল

উত্তর:- D) সাইকেল

12. ‘আই সি টি @ স্কুল’-এর মতাে বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হলাে

A) কন্যাশ্রী

B) দুয়ারে সরকার

C) কে -ইয়ান

D) লক্ষ্মীর ভাণ্ডার

উত্তর:- C) কে -ইয়ান

13. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ের পােশাক দেওয়া হয়

A) প্রথম - পঞ্চম শ্রেণি পর্যন্ত

B) পঞম - অষ্টম শ্রেণি পর্যন্ত

C) নবম - দ্বাদশ শ্রেণি পর্যন্ত

D) প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত

উত্তর:- D) প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত

14. পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম-অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছে।

A) কম্পিউটারের

B) মধ্যাহ্নকালীন আহারের

C) বিনামূল্যে পাঠ্যপুস্তকের

D) সবুজসাথী প্রকল্পের

উত্তর:- C) বিনামূল্যে পাঠ্যপুস্তকের

15. ‘স্থিরীকৃত' শব্দের একটি সমার্থক শব্দ হলাে

A) প্রদত্ত

B) প্রকল্পিত

C) অনুমিত

D) অনুমােদিত

উত্তর:- D) অনুমােদিত


Post a Comment

Previous Post Next Post