মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 5 পরিবেশ বিজ্ঞান পার্ট-4 (Model Activity Task 2021 Class-5 Environment Science Part-4 1st Series)
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ কাধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম –
(ক) ভার্টিব্রা
(খ) টিবিয়া
(গ) হিউমেরাস
(ঘ) ফিমার।
১.২ একটি বুনাে প্রাণীর উদাহরণ হলাে –
(খ) ছাগল
(গ) শিয়াল
(ঘ) ভেড়া।
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলাে –
(খ) কেঁচো
(গ) কাক
(ঘ) কুকুর।
উত্তর:- ১.১) (গ) হিউমেরাস ১.২) (গ) শিয়াল ১.৩) (খ) কেঁচো
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোন রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর:- যক্ষ্মা রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়।
২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর:- হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।
২.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
উত্তর:- দোয়াশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ তােমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর:- আমার চেনা দূরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও হলাে জলে লবণ মিশানাে,জলে চিনি মিশানাে,জলে লেবু মিশানাে ও দুধে লেবু মিশিয়ে ছানা তৈরি করা।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারাে?
উত্তর:- চৌবাচ্চা তৈরি করে অথবা খাল কেটে বৃষ্টির জল ধরে রেখে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে ব্যবহার করা যাবে।চৌবাচ্চার জল দিয়ে স্নান,বাসন। মাজা, জামা কাপড় কাচা আর খালের জল কৃষিকাজে ব্যাবহার করা যাবে,গবাদি পশুকে স্নান করানাে যাবে ইত্যাদি।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তর:- পাথর গুঁড়াে হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়।ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথস্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়।